Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে মহাশ্মশানে চুরি ও হত্যার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১০ জানুয়ারি ২০২৫ ১৪:৩১ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৬:২৮

হত্যাকারী সবুজ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ

নাটোর: জেলার বড়হরিশপুর কেন্দ্রীয় মহাশ্মশানে চুরি ও তরুন দাস নামে একজনের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামি সবুজ হোসেনকে চট্রগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিরা এখনো পলাতক।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চট্রগ্রাম থেকে সবুজকে গ্রেফতারের পর শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে নাটোর মহাশ্মশানে হাজির করা হয়। সেখানে উপস্থিত সাংবাদিকদেরকে তার কাছ থেকে হত্যাকাণ্ড রহস্য উদঘাটনের দাবি জানান পুলিশ সুপার মারুফাত হুসাইন।

বিজ্ঞাপন

গ্রেফতার হওয়া আসামি সবুজ হোসেন বড়হরিশপুর এলাকার রমজান আলীর ছেলে।

পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, গত ২১ ডিসেম্বর সকালে নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানের মন্দির, ভান্ডার ঘর, ভোগ ঘরের তালা ভেঙ্গে চুরি ও ভোগ ঘরের বারান্দায় হাত পা বাধা তরুন দাসের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত তরুন দাসের ছেলে তপু দাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে চট্রগাম থেকে হত্যাকারী সবুজ হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আসামি সবুজ প্রাথমিকভাবে হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং এ হত্যাকাণ্ডে জড়িত আরও কয়েকজনের তথ্য দিয়েছেন। তদন্ত সাপেক্ষে পরিচয় গোপন রেখে তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

হত্যাকারী সবুজ জানান, সবুজ হোসেনসহ অন্য আসামিরা মহাশ্মশানে চুরি করতে মন্দিরে গেলে উপস তরুন চন্দ্র দাস তাদের দেখে ফেলেন। এ সময় তারা তরুণ চন্দ্র দাসের হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

আসামি গ্রেফতার নাটোর নাটোর মহাশ্মশান হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর