ট্রাম্পের প্রতি গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বান
১০ জানুয়ারি ২০২৫ ১৪:৩৯
ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেয়ার আগ্রহ প্রকাশের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডেনমার্কের মধ্যে উদ্ভূত ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেদে নাগরিকদের শান্ত থাকার এবং ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
বুধবার (৮ জানুয়ারি) রাতে গ্রিনল্যান্ডের সরকার এক বিবৃতিতে গ্রিনল্যান্ডের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি জোর দিয়ে জানায়, তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য প্রস্তুত।
দেশটির পররাষ্ট্র মন্ত্রী ভিভিয়ান মোৎজফেল্ট এক বিবৃতিতে বলেছেন, ‘গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর্কটিক অঞ্চলে নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে গ্রিনল্যান্ড নতুন মার্কিন প্রশাসন ও ন্যাটো মিত্রদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’
মঙ্গলবার (৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ট্রাম্প গ্রিনল্যান্ড ও পানামা খাল দখলের জন্য সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করার জন্য অর্থনৈতিক চাপ প্রয়োগের ইঙ্গিত দেন। এই মন্তব্য বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি করেছে।
গ্রিনল্যান্ডের উত্তর-পশ্চিমে পিটুফিক বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনীর স্থায়ী উপস্থিতি রয়েছে। ইউরোপ থেকে উত্তর আমেরিকার সংক্ষিপ্ততম পথ গ্রিনল্যান্ড দিয়ে হওয়ায় এটি যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ।
ডেনমার্কের সাবেক কলোনি গ্রিনল্যান্ড এখনও ডেনমার্কের রাজত্বের অংশ, যা তার বিদেশ ও নিরাপত্তা নীতির নিয়ন্ত্রণ করে।
ট্রাম্পের মন্তব্যের আগে থেকেই গ্রিনল্যান্ডে ডেনমার্ক থেকে স্বাধীনতার পক্ষে আন্দোলন বেড়েছিলো। প্রধানমন্ত্রী এগেদে তার নতুন বছরের ভাষণে উপনিবেশের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন ভবিষ্যতের কথা বলেছিলেন।
স্বাধীনতা অর্জনের জন্য ২০০৯ সালের একটি চুক্তি অনুযায়ী, গ্রিনল্যান্ডে সফল গণভোটের প্রয়োজন। সরকার জানিয়েছে, তারা নিকটতম প্রতিবেশীদের সঙ্গে গঠনমূলক সহযোগিতার জন্য উন্মুক্ত।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন বলেছেন, ‘আমরা আমাদের স্বার্থ রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। উত্তর আটলান্টিক অঞ্চলের ক্রমবর্ধমান গুরুত্বের কারণে মিত্রদের মধ্যে আরও সহযোগিতা প্রয়োজন।’
গ্রিনল্যান্ডের নির্বাচনের তারিখ ৬ এপ্রিলের মধ্যে নির্ধারণ করা হবে। এগেদে নাগরিকদের উদ্দেশে বলেন, ‘এই সময় আমাদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্থক্য ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’
সারাবাংলা/এনজে