Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লস অ্যাঞ্জেলেসের দাবানল, মৃতের সংখ্যা বেড়ে ১০

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫ ১৫:০৭ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৯:১৪

লস এঞ্জেলসের দাবানল। ছবি: রয়টার্স

লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পাঁচটি আলাদা দাবানলে এ পর্যন্ত ১০ হাজারের বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিক্যাল এক্সামিনার কার্যালয় দাবানলে মৃতের সংখ্যা ১০ জনের বিষয়টি নিশ্চিত করেছে। তবে মৃত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।

দাবানলে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ভবন। ছবি: রয়টার্স

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেছেন, ‘দাবানলের শিকার এলাকাগুলো দেখলে মনে হয়, সেখানে কেউ পারমাণবিক বোমা মেরেছে। আমাদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সান্তা মনিকা ও মালিবুর মধ্যবর্তী প্যালিসেইড এবং শহরের পূর্বদিকে প্যাসাডেনার দাবানলকে সবচেয়ে বিধ্বংসী বলে তালিকাভুক্ত করেছে কর্তৃপক্ষ। ওই এলাকার প্রায় ৫৩ বর্গমাইল জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি প্রশমনে আগামী ১৮০ দিন সরকার সর্বোচ্চ চেষ্টা করা হবে জানিয়েছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ধ্বংসাবশেষ ও বিষাক্ত বস্তু অপসারণ, অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণ, উদ্ধারকর্মীদের ভাতা ইত্যাদিতে প্রয়োজনীয় যাবতীয় খরচ সরকার পক্ষ থেকে বহন করা হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে চার থেকে পাঁচ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্যালিসেইডসেও পাঁচ হাজারের বেশী বাড়িঘর পুড়ে গেছে। এতে বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

বেসরকারি আবহাওয়া সংস্থা একিউওয়েদারের হিসাব অনুসারে, দাবানলে ১৩ হাজার ৫০০ কোটি ডলার থেকে ১৫ হাজার কোটি ডলারের মতো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

আগুন ছড়িয়ে পড়ার প্রথমদিকে বাতাসের তীব্র গতিবেগের কারণে ঠিকমতো কাজ করতে পারছিল না বিমানবাহিনী। তবে বৃহস্পতিবার গতিবেগ কিছুটা কমে আসায় উদ্ধারকর্মীদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম আকাশপথে পাঠানো সম্ভব হয়।

তবে এরকিছু পরেই বাতাসের গতিবেগ বৃদ্ধি পায় বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই অবস্থা শুক্রবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর পর্যন্ত বহাল থাকতে পারে।

সারাবাংলা/এমপি

আগুন ক্ষয়ক্ষতি দাবানল লস এঞ্জেলেস

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর