Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেক মর্গে পড়ে আছে গণঅভ্যুত্থানে নিহত ৬ জনের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৫ ১৮:২০ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ২১:১৭

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ মর্গে গণঅভ্যুত্থানে নিহত ছয় জনের মরদেহ এখনও বেওয়ারিশ অবস্থায় পড়ে আছে। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল বিষয়টি নিশ্চিত করেছে। এখন পর্যন্ত মরদেহগুলো শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো মর্গের হিমাগারে রাখা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক হাসান ইনাম এ সব তথ্য জানান।

বিজ্ঞাপন

সেল সম্পাদক হাসান ইনাম বলেন, ‘ঢাকা মেডিকেলে গণঅভ্যুত্থানে শহিদ ছয় জনের মরদেহ আছে বলে জানতে পেরেছি। শুক্রবার সকালে সেলের টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় যান। শাহবাগ থানা থেকে ছয়টি মরদেহ হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করা হয়েছে। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমাগারে রাখা হয়েছে। আমাদের বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে সরেজমিনে মরদেহগুলো পরিদর্শন করেছে।’

তিনি জানান, মর্গে অজ্ঞাত পুরুষ (২০), অজ্ঞাত পুরুষ (২৫), অজ্ঞাত পুরুষ (২২), অজ্ঞাত নারী (৩২), অজ্ঞাত নারী (৩০) ও এনামুল (২৫) নামের একজনের মরদেহ রয়েছে।

হাসান ইমাম বলেন, “মরদেহগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে পাঁচ জনের মৃত্যুর কারণ হিসাবে লেখা হয়েছে ‘আঘাত জনিত কারণে মৃত্যু’। তবে এনামুলের মৃত্যুর কারণ হিসেবে ওপর থেকে নিচে পড়ে মৃত্যু লেখা হয়েছে। মরদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে মৃতদেহে পরিহিত আলামতও সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে সবগুলো মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমাগারে সংরক্ষিত আছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘শাহবাগ থানার পক্ষ থেকে আমাদের বলা হয়েছে মরদেহগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের। তবে কবে এবং কয় তারিখে তারা মরদেহগুলো এনেছে সেটা স্পষ্ট করেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেওয়ারিশ মরদেহগুলোকে পরিবারের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কারও স্বজন নিখোঁজ থাকলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে অথবা জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।’

মরদেহের খোঁজ জানতে যোগাযোগের নাম্বার- 01621324187

সারাবাংলা/এসএসআর/এমপি

জুলাই গণ-অভ্যুত্থান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর