Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ঊর্ধ্বমুখী চালের দাম, ‘সস্তায়’ মিলছে সবজি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৫ ১৯:১২ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৯:২৭

চাল ও সবজি বাজার।

ঢাকা: ভরা মৌসুমে শীতকালীন সবজিতে ভরপুর রাজধানীর বাজারগুলো। এতে বেশ স্বস্তিতে নগরবাসী। তবে অস্বস্তি ছড়াচ্ছে সবার খাদ্য তালিকায় থাকা প্রধান উপকরণ চালের বাজার। সে সঙ্গে বাড়তি রয়েছে মুরগির দামও। শুধুমাত্র সবজি ছাড়া নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম স্থিতিশীল না থাকায় পুরো মাসের বাজার করতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন-মধ্যবিত্ত সবাইকে। সাপ্তাহিক ছুটিরদিনকে কেন্দ্র করে সবকিছুতে ৫-১০ টাকা বাড়তি টাকা গুণতে হচ্ছে বলা জানালেন ক্রেতারা।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতিপিস ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ টাকা, বাঁধাকপির পিসও ৩০ টাকা, গাজর প্রতিকেজি ৫০ টাকা, টমেটো ৫০ টাকা, বেগুন ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, প্রতিকেজি করলা ও সিম ৩০ টাকায়, মুলা ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া পেঁয়াজের ফুল প্রতিআঁটি ১০ টাকা, বরবটি প্রতিকেজি ৪০ টাকা, করলা ৩০ টাকা, শসা ৬০ টাকা, শিমের বিচি প্রতিকেজি ১১০ টাকা, শিমের কেজি ৪০ টাকা, নতুন আলু ৫০ টাকা এবং মিষ্টিকুমড়া প্রতিকেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

সেসঙ্গে সবুজ ক্যাপসিকাম ১২০ টাকা, লাল ও হলুদ ক্যাপসিকাম ৫০০ টাকা, ব্রকলি বিক্রি হচ্ছে ২০ টাকাতে।

রাজধানীর কাওরান বাজারে সাপ্তাহিক ছুটিরদিনে বেইলি রোড থেকে বাজার করতে এসেছেন নাসিমা বেগম। বললেন, সবকিছুতে কিছুটা কমে কেনার জন্য বেইলি রোড থেকে ছুটির দিনে মেয়েকে নিয়ে কাওরান বাজারে বাজার করতে আসেন তিনি। জানালেন আজকের বাজারে অন্যান্য জিনিসের তুলনায় সবজির দাম অনেকটাই কম। দুই সপ্তাহ আগেও যেসব সবজির দাম বেশি ছিল সেই সবজিগুলোর দাম এখন কিছুটা কমেছে।

সবজি বিক্রেতা আশরাফুল ইসলাম বলেন, সরবরাহ বেশি থাকায় মোটামুটি সব সবজির দামই আগের চেয়ে কমেছে। আর দাম কম হওয়াতে বিক্রির পরিমাণও আগের চেয়ে বেড়েছে।

এদিকে, সবজির বাজারের ঠিক উল্টো চিত্র চালের বাজারের। বাড়তে থাকা চালের দাম এখনো কমেনি। বিক্রেতারা বলছেন, মিল থেকে হঠাৎ করে সব ধরনের চাল দাম বাড়িয়েছে। যে কারণে পাইকারি বাজারে বাড়ায় খুচরা পর্যায়ে বেড়েছে।

বাজারে মোটা চালের দাম কেজিতে দুই টাকা বেড়ে ৬০ থেকে ৬২ টাকায় উঠেছে। স্বর্ণা ও পায়জাম জাতের আমনের চাল এসব চালের দামও বেড়েছে।

বিজ্ঞাপন

বাজার ঘুরে মিনিকেট চাল ৭২-৭৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া প্রতিকেজি নাজিরশাইল জাতের চালের দাম উঠেছে ৮০-৮২ টাকায়।

এদিকে স্বস্তি নেই মাংসের বাজারেও। বিক্রেতারা বলছেন, বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। দেশি মুরগি কিনতে হলে ক্রেতাকে গুণতে হয় ৫০০ থেকে ৫২০ টাকা।

কাওরান বাজারে আসা সাথী বেগম জানালেন, ২ দিন আগে লেয়ার মুরগি ২২০ টাকাতে কিনলেও আজ কিনতে হচ্ছে ২৫০ টাকাতে। বিশেষ করে ছুটির দিনে বাজার করতে আসলে বাড়তি টাকা গুণতে হচ্ছে বলেও জানান গার্মেন্টসকর্মী সাথী বেগম।

মুরগির দাম বাড়লেও ডিমের দাম স্থিতিশীল রয়েছে। বাজারে ফার্মের মুরগির ডিম প্রতিডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

সারাবাংলা/এনএল/এসআর

ঊর্ধ্বমুখী চালের দাম সবজি ‘সস্তা’