Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি ন্যাশনাল পেমেন্ট এগ্রিগ্রেটর হিসেবে আসছে ‘একপে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৫ ১৯:২৩ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৯:২৪

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই সম্মেলন কক্ষে ‘এসপায়ার টু ইনোভেট-এটুআই’ এর উদ্যোগে আয়োজিত একপে’র অংশীজনদের অংশগ্রহণে দিনব্যাপী ‘আর্থিক সেবায় পেমেন্ট ইকোসিস্টেম: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক কর্মশালা।

ঢাকা: দেশের আর্থিক সেবাখাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ও তৃণমূল পর্যায়ের জনগণকে আর্থিক সেবার আওতায় আনতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ‘একপে’ প্ল্যাটফর্ম পরিচালনা করছে।

একপে-এর মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নির্ভরযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার চেষ্টা করছে। এটি নাগরিকদের পছন্দ অনুযায়ী যেকোনো পেমেন্ট চ্যানেলের মাধ্যমে সকল ধরনের ইউটিলিটি বিল, শিক্ষা ফি ও সরকারি প্রতিষ্ঠানের ফি পরিশোধের সুবিধা নিশ্চিত করবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই সম্মেলন কক্ষে ‘এসপায়ার টু ইনোভেট-এটুআই’ এর উদ্যোগে বিভিন্ন পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও একপে’র অংশীজনদের অংশগ্রহণে দিনব্যাপী ‘আর্থিক সেবায় পেমেন্ট ইকোসিস্টেম: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। শুক্রবার (১০ জানুয়ারি) এটুআই এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, ‘দেশের পেমেন্ট ইকোসিস্টেমকে অধিকতর নাগরিকবান্ধব ও জনগণকে আর্থিক সেবার অন্তর্ভূক্তিকরণে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমে উদ্ভাবন ও প্রযুক্তির যুক্তকরণ অত্যন্ত জরুরি। ন্যাশনাল পেমেন্ট এগ্রিগ্রেটর হিসেবে একপে’কে গড়ে তোলার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করছে। একপে নিয়ে যেনো সঠিকভাবে প্রচার করা হয়, আমরা এখন চেষ্টা করছি। সাম্প্রতিককালে একপে নিয়ে অনেকের আস্থাহীনতা কেটে গেছে। একপে হবে দেশের সবচেয়ে বিশ্বস্ত পেমেন্ট এগ্রিগ্রেটর।’

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের পলিসি অ্যাডভাইজর ফয়েজ আহমেদ তায়েব বলেন, ‘দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সিস্টেম এর ক্ষেত্রে দেখা যায়, একই সিস্টেমে দুটো পৃথক এনটিটি হয়েও তারা ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করতে পারছে না। আমরা এমন একটা ইকোসিস্টেম তৈরি করতে চাই, যেখানে ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত হবে। এক্ষেত্রে দেশের সরকারি সংস্থাগুলোর জন্য একটি নির্ভরযোগ্য পেমেন্ট এগিগ্রেটর প্রয়োজন, যেখানে একপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নিরাপদ ও সরকারি উদ্যোগ হিসেবে ‘একপে’কে নাগরিকবান্ধব করে গড়ে তুলতে হবে।’

সভাপতির বক্তব্যে এটুআই এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মামুনুর রশীদ ভূঞাঁ বলেন, ‘এটুআই কর্তৃক উদ্ভাবিত একপে মূলত বিভিন্ন ধরণের সেবার ফি ও বিল প্রদানের পদ্ধতি সহজ করছে। উদ্ভাবন হিসেবে যাত্রা শুরু করে স্বল্প সময়ে একপে-এর কার্যকারিতা দৃশ্যমান হয়েছে। সাম্প্রতিক সময়ে একপে প্ল্যাটফর্মকে নিয়ে আস্থাহীনতার বিষয়টি আমাদের নজরে এসেছে। কিন্তু আমরা আশ্বস্ত করতে চাই, একপে’তে আস্থাহীনতার কোনো সুযোগ নেই। একপে নামের এই উদ্যোগটি এখন দেশের ন্যাশনাল পেমেন্ট এগ্রিগ্রেটর হিসেবে প্রতিষ্ঠিত করতে কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ কার্যক্রম পরিচালনা করছে।’

সারাবাংলা/ইএইচটি/এনজে

একপে তথ্যপ্রযুক্তি সরকারি ন্যাশনাল পেমেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর