Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দলের ভাবমূর্তি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৫ ২১:১৩ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ২১:১৫

নগরীর খানজাহান আলী থানার অর্ন্তগত এ্যাজাক্স জুটমিল এলাকায় বিএনপি আয়োজিত সংবর্ধনা সভা

খুলনা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, দলের মধ্যে থেকে দলের ভাবমূর্তি যারা নষ্ট করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর খানজাহান আলী থানার অর্ন্তগত এ্যাজাক্স জুটমিল এলাকায় বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

রকিবুল ইসলাম বকুল বলেন, ‘বাহাত্তর থেকে পঁচাত্তর এই দেশের গণতন্ত্র আওয়ামী লীগ খেয়ে ফেলেছিল। সেসময় মানুষের মৌলিক অধিকার ছিল না, এমনকি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা ছিল না। নির্বাচিত সংসদ ও নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারের বৈধতা আমরা দিতে পারব না। দেশ বাঁচাতে ও গণতন্ত্র ফিরে পেতে আমাদের ঐক্যের প্রয়োজন।’

তিনি বলেন, ‘বিগত ১৫ বছরে তিনটি জাতীয় নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ না দেওয়ায় বর্তমান প্রজন্ম প্রকৃত গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে। শেখ হাসিনার আমলে যারা দখল করেছে, তারা এস আলমদের উত্তরসূরী হয়ে ব্যাংক দখল করেছে অনেকে। অথচ তারা বড় বড় কথা বলছেন।

তিনি আরও বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না।’

ছাত্রবিষয়ক সম্পাদক আরও বলেন, ‘৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের মাধ্যমে আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে। জনগণের ভোটাধিকারের আন্দোলন এখনো শেষ হয়নি। দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।’

ইউনিট বিএনপির সভাপতি মাহবুব মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

খুলনা বিএন পি রকিবুল ইসলাম বকুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর