Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক নজরে তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫ ০৯:২০ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ০৯:৩৬

অবসরের ঘোষণা দিলেন তামিম

বাংলাদেশের জার্সি গায়ে সবশেষ তাকে দেখা গিয়েছিল ২০২৩ সালে। সেবার অবসরের ঘোষণা দিলেও নাটকীয়ভাবে খেলায় ফিরেছিলেন তামিম ইকবাল। এবার অবশ্য পাকাপাকিভাবেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার ঘোষণা দিলেন তামিম। গত রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশের জার্সিকে বিদায় বলেছেন তিনি। তার এই বিদায়েই শেষ হলো ১৭ বছরের বর্ণাঢ্য এক ক্যারিয়ারের, শেষ হলো বাংলাদেশের ক্রিকেটের এক সোনালি অধ্যায়েরও।

বিজ্ঞাপন

হারারে স্পোর্টস ক্লাবে ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দলের হয়ে প্রথমবার মাঠে নামেন তামিম। সেটাই ছিল তার প্রথম ওয়ানডে। সেই বছরই ১ সেপ্টেম্বর জিমখানা ক্লাবে কেনিয়ার বিপক্ষে টি-২০তে অভিষেক হয় তামিমের। পরের বছর ৫ জানুয়ারি ইউনিভার্সিটি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয় তামিমের।

এরপর পেরিয়ে গেছে দীর্ঘ ১৭ বছর। মাঝের এই সময়টায় ব্যাট হাতে বাংলাদেশের হয়ে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন তামিম। তিন ফরম্যাটেই জাতীয় দলের হয়ে নানা রেকর্ড গড়ে তামিম করেছেন হাজারো রান। বাংলাদেশের হয়ে বেশ কিছু আইকনিক মুহূর্তও উপরহার দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

টেস্টে বাংলাদেশের হয়ে মোট ৭০টি ম্যাচ খেলেছেন তামিম। ১৩৪ ইনিংসে করেছেন ৫১৩৪ রান, গড় ৩৮.৮৯। সাদা পোশাকে তার সেঞ্চুরি ১০টি, আছে একটি ডাবল সেঞ্চুরিও, হাফ সেঞ্চুরি করেছেন ৩১টি। টেস্টে তামিমের সর্বোচ্চ রান ২০৬। ২০২৩ সালে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলেছেন তামিম। সে টেস্টে দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ৫২ রান।

ওয়ানডেতে তামিম খেলেছেন ২৪৩ ম্যাচ। ৩৬.৬৫ গড়ে রান করেছেন ৮৩৫৭। সেঞ্চুরি আছে ১৪টি, হাফ সেঞ্চুরি ৫৬টি। এই ফরম্যাটে তার সর্বোচ্চ রান ১৫৮। ২০২৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের শেষ ওয়ানডে খেলেছেন তামিম। সেই ম্যাচে তিনি করেছিলেন ৪৪ রান।

টি-২০তে বাংলাদেশের হয়ে ৭৮টি ম্যাচে মাঠে নেমেছেন তামিম। ২৪.০৮ গড়ে রান করেছেন ১৭৫৮। ৭টি হাফ সেঞ্চুরির সাথে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে একমাত্র সেঞ্চুরিও করেছেন তিনি। এই ফরম্যাটে তার সর্বোচ্চ রান অপরাজিত ১০৩। তামিম নিজের শেষ টি-২০ খেলেছেন ২০২০ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরের সেই ম্যাচে তামিম করেছিলেন ৪১ রান।

বিজ্ঞাপন

তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে ৩৯১ ম্যাচে ৪৪২ ইনিংসে মোট ১৫২৪৯ রান করেছেন তামিম। তার গড় ৩৫.২১, স্ট্রাইক রেট ৭২.৬২। সেঞ্চুরি করেছেন মোট ২৫টি, হাফ সেঞ্চুরি ৯৪টি। তামিম শূন্য রানে আউট হয়েছে ৩৬ বার। চার মেরেছেন ১৭৬৮টি, ছক্কা মেরেছেন ১৮৯টি।

সারাবাংলা/এফএম

অবসর ক্যারিয়ার তামিম ইকবাল বাংলাদেশ

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ
১১ জানুয়ারি ২০২৫ ১০:১০

আরো

সম্পর্কিত খবর