তাপমাত্রা বেড়েছে, কমেছে কুয়াশার ঘনত্ব
১১ জানুয়ারি ২০২৫ ১০:৪০ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১০:৪৩
ঢাকা: গত কয়েক দিনের চেয়ে শনিবার (১১ জানুয়ারি) তাপমাত্রা কিছুটা বেড়েছে। যে কারণে শীতের তীব্রতাও কম অনুভব হচ্ছে। একই সময়ে কুয়াশার ঘনত্বও কমেছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে সপ্তাহের শুরুতে আবারও কমতে পারে তাপমাত্রা।
শনিবার (১১ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এসময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভবনা নেই।
রোববারের (১২ জানুয়ারি) পূর্বাভাস বলছে, সেদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এদিন আবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে কারনে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা কখনো বাড়বে, কখনো কমবে।
সারাবাংলা/জেআর/এনজে