তামিমের বিদায়ে মুশফিক-রিয়াদের আবেগী বার্তা
১১ জানুয়ারি ২০২৫ ১২:২২
নিজের ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। দীর্ঘ এই ক্যারিয়ারে তার সতীর্থ হিসেবে ছিলেন অনেকেই। তাদের মাঝে আলাদা করে বলা যায় মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের নাম। তামিমের অবসরের ঘোষণার পর আবেগঘন বার্তা দিয়েছেন এই দুজনেই।
দীর্ঘ ক্যারিয়ারে মুশফিক-রিয়াদের সাথে তামিমের আছে অসংখ্য স্মৃতি। তামিমের বিদায়ের ঘোষণার পর নিজের ফেসবুকে মুশফিক দিয়েছেন লম্বা বার্তা। মুশফিক বলছেন, ক্রিকেটের প্রতি তামিমের প্যাশনটা অবিশ্বাস্য, ‘তোমার বিদায়ের দিনে আমি শুধু এটাই বলতে চাই, তোমার সব অর্জনে আমি অনেক বেশি গর্বিত। বন্ধু, তুমি বাংলাদেশ ক্রিকেটের একজন দারুণ ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বিশ্বমানের একজন ব্যাটার। আমি সবসময় দুবাইতে আমাদের সেই জুটিটার কথা মনে রাখব, যেখানে তুমি ভাঙ্গা আঙুল নিয়ে ব্যাটিং করেছিলেন। এটাই প্রমাণ করে দেশ ও ক্রিকেটের প্রতি তুমি নিজেকে কতোটা উৎসর্গ করেছিলে।’
মাঠে তামিমের সঙ্গটা অনেক বেশি মিস করবেন মুশফিক, ‘অবসর জীবনটা ভালো কাটুক বন্ধু। তোমাকে আমি মাঠে অনেক বেশি মিস করব। ক্রিকেট মাঠে এত বছরের বন্ধুত্বের জন্য ধন্যবাদ।’
মাঠে তামিমকে মিস করার কথা জানিয়েছেন রিয়াদও, ‘দীর্ঘ এই ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে দারুণ সব অর্জনের জন্য তোমাকে অভিনন্দন। বাংলাদেশের দলের হয়ে অনেক কিছু অর্জন করেছ তুমি। শেষবার আমরা দুজনে যখন ক্রিজে ছিলাম, সেটাই ছিল শেষবারের মতো তোমার জাতীয় দলের হয়ে মাঠে নামা। মাঠে ও মাঠের বাইরে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো দারুণ ছিল। অবসর জীবনটা আনন্দের হোক, ভবিষ্যৎটা ভালো কাটুক। তোমাকে বাংলাদেশ ক্রিকেট সবসময় মনে রাখবে।’
সারাবাংলা/এফএম