Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বি‌জি‌বির অভিযানে ৫ দালালসহ মায়ানমারের ৫৮ নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৫ ১৩:৩৭ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৬:১১

আটক মিয়ানমারের ৫৮ নাগরিক।

বান্দরবান: বান্দরবা‌নের আলীকদ‌মে অভিযান চা‌লি‌য়ে পাঁচ জন দালাল ও ৫৮জন মিয়ানমার নাগ‌রিক‌কে আটক ক‌রে‌ছে বি‌জি‌বি।

শ‌নিবার (১১জানুয়ারি) ভোর সা‌ড়ে ৫টার দিকে আলীকদমের ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটক দালালরা হ‌লেন, আলীকদম দ‌ক্ষিণ নয়া পাড়ার মো. আনোয়ার হো‌সে‌নের ছে‌লে মো. আরিফুল ইসলাম (২৫), আলীকদম বাজার পাড়ার মো. আবদুর র‌হি‌মের ছে‌লে মো. নজরুল ইসলাম (৪০), আলীকদম নয়া পাড়ার মো. সোনা মিয়ার ছে‌লে মো. জামাল উদ্দিন (২৭), আলীকদম চৈক্ষ‌্যং ইউনিয়‌নের মৃত. আবুল হো‌সেনের ছে‌লে মো. আবু হুজাইফা (৩২) ও আলীকদম নয়া পাড়ার মৃত আনু মিয়ার ছে‌লে মো. খোরশেদ আলম (৫৭)।

বিজিবি জানায়, শ‌নিবার ভোর সা‌ড়ে ৫টার সময় গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) জেসিও নায়েব সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এক‌টি টহল দল ব্যাটালিয়ন সদর হতে পূর্ব দক্ষিণ দিকে আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থানে অভিযান চালায়।

এ সময় অবৈধভাবে মায়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৩৭ শিশুসহ মোট ৫৮ জন মায়ানমারের নাগরিকসহ জ‌ড়িত পাঁচ বাংলাদেশি দালালকে আটক করা হয়। এ সময় প‌রিবহ‌ণের কা‌জে ব‌্যবহার করার দা‌য়ে একটি ডাম্পার ও একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

এ বিষ‌য়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জ‌হির উদ্দিন জানান, মিয়ানমার নাগ‌রিক‌দের আট‌কের খবর শু‌নে‌ছি। ত‌বে এখ‌নো পর্যন্ত থানায় কাউকে আনা হয়‌নি।

সারাবাংলা/এমপি

আটক দালাল মিয়ানমার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর