পর্তুগালে ক্লাব কিনছেন ভিনিসিয়াস?
১১ জানুয়ারি ২০২৫ ১৪:৫৯
রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে সময়টা দারুণ কাটছে তার। গত বছর ক্লাবের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতায় ফিফার বর্ষসেরা ফুটবলারও হয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। এবার শোনা যাচ্ছে, মাঠের বাইরেও নিজের প্রভাবটা বাড়াতে চাইছেন তিনি। শোনা যাচ্ছে, পর্তুগিজ ক্লাবের মালিকানা কিনতে চাইছেন ভিনি!
পর্তুগিজ রেডিও ক্যাডেনা কোপ প্রথমবার ভিনির ক্লাব কেনার খবর প্রকাশ করে। এরপর ইএসপিএনও বলছে, ভিনি মাঠের বাইরে নিজের ব্যবসা বাড়াতে চাইছেন। আর এই ব্যবসার অংশ হিসেবে ক্লাবের মালিকানা কিনতে ইচ্ছুক তিনি। নিজের বিভিন্ন স্পন্সরদের সাথেও এই ব্যাপারে কথা এগিয়ে নিচ্ছেন তিনি। এই মুহূর্তে নাইকিসহ বেশ কয়েকটি স্পন্সরের সাথে কাজ করছেন ভিনিসিয়াস।
তবে ভিনিসিয়াস পর্তুগালের প্রথম বিভাগের কোনো দলকে কেনার কথা ভাবছেন না। ভিনিসিয়াস কিনতে চান দ্বিতীয় বিভাগের কোনো ক্লাবকে। পর্তুগিজ ফুটবলের দ্বিতীয় বিভাগে খেলে ১৮টি ক্লাব। এর মাঝে আছে বেনফিকা ও পোর্তোর রিজার্ভ দলও। এর মাঝে পোরতিমোনেন্স নামের একটি ক্লাবের মালিকানা কিনেছেন ব্রাজিলিয়ান রোডিনি সাম্পাইও।
এখন পর্যন্ত অনেক ফুটবলারই খেলার পাশাপাশি কিনেছেন ফুটবল ক্লাব। তাদের মাঝে আছেন এনগোলো কান্তে, তিনি বর্তমানে বেলজিয়ামের তৃতীয় বিভাগের দল রয়্যাল এক্সেলসর ভার্টনের মালিক। ভিনির মাদ্রিদ সতীর্থ কিলিয়ান এমবাপে ফ্রেঞ্চ লিগের দ্বিতীয় বিভাগের দল কেনের বড় শেয়ারের মালিক।
সারাবাংলা/এফএম