৫ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, থাকবে আরও ২ দিন
১১ জানুয়ারি ২০২৫ ১৪:৩৪ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৪:৪১
ঢাকা: পঞ্চগড়, কুঁড়িগ্রামসহ দেশের পাঁচ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেইসঙ্গে সপ্তাহের শুরুতে কমতে পারে তাপমাত্রা। আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
শনিবার (১১ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে, পঞ্চগড়, কুঁড়িগ্রাম, যশোর, মৌলভীবাজার ও গোপালগঞ্জ জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। এ সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও প্রালভা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
রোববারের (১১ জানুয়ারি) পূর্বাভাস বলছে, ওইদিনও শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। ওইদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং এছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবারও (১২ জানুয়ারি) শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। আর সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এই তিন দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তিনদিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ ড. মো.ওমর ফারুক জানিয়েছেন, সপ্তাহের শুরুতে প্রথম দিকে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
তিনি আরও জানান, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকলেও দেশের কোথাও আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই।
সারাবাংলা/জেআর/ইআ