Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু, সম্পাদক ফুয়াদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৫ ১৫:৫১ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৯:৩৮

নির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

ঢাকা: আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত দলটির প্রথম জাতীয় কাউন্সিলে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে, শুক্রবার (১০ জানুয়ারি) এবি পার্টির নতুন চেয়ারম্যান পদে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। সারা দেশ থেকে আসা মোট ২ হাজার ৮০৬ ভোটারের মধ্যে ভোট দেন ১ হাজার ৬৮৯ জন। এর মধ্যে ৪৫টি ভোট বাতিল হয়।

বিজ্ঞাপন

এবি পার্টির চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ সোলায়মান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান (মঞ্জু) এবং যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) দিদারুল আলম।

চেয়ারম্যান পদে ১ হাজার ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু। তার প্রতিদ্বন্দ্বী এ এফ এম সোলায়মান চৌধুরী পেয়েছেন ২১১ ভোট, আর দিদারুল আলম পেয়েছেন ৩৩ ভোট।

চেয়ারম্যান পদে ভোট গ্রহণের পর রাতে সাধারণ সম্পাদক পদে নির্বাচনের আয়োজন করা হয়। সেখানে ভোটার ছিলেন গত মাসের শেষে নির্বাচিত এবি পার্টির নির্বাহী কমিটির ২১ সদস্য। তবে সাধারণ সম্পাদক পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আসাদুজ্জামান ফুয়াদ।

শনিবার জাতীয় কাউন্সিলে চেয়ারম্যান ও সেক্রেটারি পদের ফলাফল ঘোষণার পাশাপাশি নির্বাহী পরিষদের ২১ সদস্যের নাম ঘোষণা করা হয়।

সারাবাংলা/এজেড/এমপি
বিজ্ঞাপন

আরো