Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঞ্জু, মামুনুল হক ও ফুয়াদকে চরমোনাই পীরের অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৫ ১৬:১১ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৯:৫০

ঢাকা: বাংলাদেশ খেলাফত মজলিসের নব নির্বাচিত আমির মাওলানা মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) নব নির্বাচিত সভাপতি মজিবুর রহমান মঞ্জু ও নতুন সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শনিবার (১১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

সৈয়দ রেজাউল করীম বলেন, ‘আমরা আশা করি মাওলানা মামুনুল হক, মজিবুর রহমান মঞ্জু এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নিজ নিজ দলের নীতি আদর্শ বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা পালন করবেন। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আগামী দিনে দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সিন্ডিকেটমুক্ত গণমানুষের প্রত্যাশার বাংলাদেশ হিসেবে গড়ার ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমপি

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর