Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজমতপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ জানুয়ারি ২০২৫ ১৬:২০

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে বিএসএফের গুলিতে শহিদুল ইসলামের নামের এক চোরাকারবারি গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১১ ডিসেম্বর) ভোর রাতে আজমতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া।

আহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার চকপাড়া বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২৫)।

অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, আজমতপুর সীমান্ত দিয়ে বেশ কয়েকজন চোরাকারবারি ভারতে ফেনসিডিল আনতে যায়। এ সময় ভারতীয় বাহিনী বিএসএফ তাদের দিকে গুলি ছুড়লে শহিদুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়। সীমান্তের মেইন পিলার ১৮২ হতে ১৩০ গজ ভারতের অভ্যন্তরে ঘটনাটি ঘটেছে। এ সময় বাকিরা পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল সেখান থেকে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল, একটি টর্চ লাইট এবং একটি হাসুয়া উদ্ধার করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর