‘এক ফ্যাসিবাদ তাড়িয়েছি আরেক ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে’
১১ জানুয়ারি ২০২৫ ১৭:২৫ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৭:৩০
ঢাকা: জুলাই বিপ্লবের মাধ্যমে এক ফ্যাসিবাদ তাড়িয়েছি, আরেক ফ্যাসিবাদ ক্ষমতায় আসার আগেই দখল আর চাঁদাবাজিতে উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
শনিবার (১১ জানুয়ারি) বিজয় নগরে আত-ত্বরিক মিলনায়তনে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী আন্দোলনের শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইউনুছ আহমাদ বলেন, ‘বাংলাদেশের মাটিতে যাতে আর কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হয় তার সব দরজা বন্ধ করে দিতে হবে। দেশের মানুষ নতুন করে আর কোনো স্বৈরাচার ও ফ্যাসিবাদ দেখতে চায় না। মানুষ নিজেদের অধিকার নিয়ে বাঁচার মতো বাঁচতে চায়। ভোট ও ভাতের অধিকারের নিশ্চয়তা চায়। নিরাপত্তা ও ইজ্জত নিয়ে থাকতে চায়। শঙ্কামুক্ত জীবন চায়।’
তিনি আরও বলেন, ‘দুঃখজনক বাস্তবতা হল, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এক ফ্যাসিবাদ তাড়িয়েছি ঠিক। কিন্তু, আরেক ফ্যাসিবাদ ক্ষমতায় আসার আগেই দখল ও চাঁদাবাজিতে যেভাবে উঠেপড়ে লেগেছে, তাতে সাধারণ মানুষ শঙ্কিত।’
সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার কাজে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল নেতাদের মনোনিবেশ করার আহ্বান জানান ইউনুছ আহমাদ।
সংগঠনের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে শুরা অধিবেশনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দিলাওয়ার হোসাইন সাকী, আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ আনোয়ার হোসাইন, আলহাজ আবদুল আউয়াল, ডা. শহীদুল ইসলাম, মাওলানা আবদুর রাজ্জাক, নূরুজ্জামান সরকার, কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা মাকসুদুর রহমান, ফজলুল হক মৃধা, আলহাজ নজরুল ইসলাম খোকনসহ আরও অনেকে।
সারাবাংলা/এজেড/এমপি