Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনা দেশে চোরতন্ত্র তৈরি করেছিল: প্রেস সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৫ ১৭:৩৩ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৯:৫০

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ঢাকা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ যে কাউকে স্বাধীনতাবিরোধী শক্তি বানিয়ে মেরে ফেলা জায়েজ করত। তাদের সময়ে বিশ্বের ইতিহাসে বাংলাদেশে বড় ধরনের লুটপাট হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘দেশের মধ্যে শেখ হাসিনা চোরতন্ত্র তৈরি করেছিলেন। বড় বড় কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়া ছিল তার কাজ। সে সময় বিদেশে টাকা পাচারকারীরা এখন সেই টাকায় প্রপাগান্ডা ছড়াচ্ছে। তারা প্রতিষ্ঠিত করতে চায় যে, এখানে এখন মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে, কোনো গণ-অভ্যুত্থান হয়নি। পরাজিত শক্তি আবার আপনাদের জঙ্গি বানাতে চায়। জুলাই-আগস্টে কার কী ভূমিকা ছিল, তা নিয়ে আরও ভালো করে জানার কাজ চলছে।’

সাংবাদিকদের সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করতে হবে উল্লেখ করে প্রেস সচিব আরো বলেন, ‘আওয়ামী আমলের মতো দুষ্কর্ম করা যাবে না।’

এ সময় আলোচনায় অংশ নিয়ে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ‘ফ্যাসিস্ট সরকার যদি আরও এক মাস সময় পেত তাহলে ২৫ মার্চের মতো আরও একটি কালরাত দেখতে হতো। যেখানে টার্গেট হতো শিক্ষক-সাংবাদিকরা। ফ্যাসিস্ট সরকার থাকলে যুবকদের চাকরির অধিকার হরণ করত।’

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, ‘জুলাই আগস্টের স্পিরিট আমরা ধারণ করতে শুরু করেছি। জুলাইয়ের মূলশিক্ষা অনেক নদীর এক স্রোতে মিলিত হওয়া। যেখানে পাবলিক থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সেখান থেকে পুরো কমিউনিটি এসে মিলিত হয়েছিল।’

সারাবাংলা/জেআর/এসআর

গণমাধ্যমের ভূমিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় জুলাই আগস্টের স্পিরিট প্রধান উপদেষ্টার প্রেস সচিব

বিজ্ঞাপন

বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
১১ জানুয়ারি ২০২৫ ১৯:৪৮

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর