Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ‘জাতীয় কবিতা উৎসব ২০২৫’

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৫ ১৭:৪০

সংবাদ সম্মেলনে কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান ও অন্যান্যরা। ছবি: সারাবাংলা

ঢাকা: ‘স্বাধীনতা, সাম্য ও সম্প্রীতির জন্য কবিতা’-এই স্লোগানে পালিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘জাতীয় কবিতা উৎসব ২০২৫’।

শনিবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান।

আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরী চত্বরে অনুষ্ঠিত হবে এই কবিতা উৎসব।

কবি মোহন রায়হান বলেন, ‘আমরা দেশের সকল সৃষ্টিশীল কবি ও কবিতা প্রেমীদের অংশগ্রহণে এই উৎসবকে সফল করে তোলার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের বাংলাদেশ গঠনের প্রত্যয়ী জাতীয় কবিতা পরিষদের সকল নতুন ও পুরাতন সদস্যদের উপস্থিতিও কামনা করছি।’

উৎসবের অংশ হিসেবে কবিতা পাঠের জন্য নিবন্ধন ইতোমধ্যেই শুরু হয়েছে। নিবন্ধন প্রক্রিয়া চলবে টিএসসি’র দোতলায় অবস্থিত উৎসব দফতরে। যেটি খোলা থাকবে শনিবার থেকে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। দূরবর্তী কবিদের জন্য অনলাইনে নিবন্ধনের সুযোগও থাকছে।

এবারের উৎসবে কবিতা পাঠের জন্য নিবন্ধন ফি ফ্রি রাখা হয়েছে। নিবন্ধনকৃত কবিরা একটি স্বরচিত কবিতা পাঠ করতে পারবেন। নিবন্ধনের সময় দুটি স্বরচিত কবিতার কপি, একটি পাসপোর্ট সাইজের ছবি এবং এনআইডি বা জন্মনিবন্ধনের কপি জমা দিতে হবে। জমাকৃত কবিতাগুলোর মধ্যে থেকে একটি কবিতা উৎসবে পাঠের জন্য নির্বাচিত করা হবে। উৎসব শেষে পঠিত কবিতাগুলোর একটি সংকলন প্রকাশ করা হবে।

এবারের উৎসবে অংশগ্রহণকারীদের জন্য কিছু নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ফ্যাসিবাদ, সাম্প্রদায়িকতা, স্বাধীনতা বিরোধী বা উস্কানিমূলক কবিতা পাঠ করা যাবে না।

বিজ্ঞাপন

দুই দিনব্যাপী এ উৎসবে থাকবে ‘কবিতা বিষয়ক সেমিনার’,‘স্বরচিত কবিতাপাঠ’, ‘কবিতা আবৃত্তি’ এবং ‘কবিতার গান’-এর মতো আকর্ষণীয় অনুষ্ঠান। বিদেশি কবি এবং লেখকদেরও আমন্ত্রণ জানানো হবে অনুষ্ঠানে যোগ দিতে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লেখক গবেষক ও কবি সলিমুল্লাহ খান, ছড়াকার আবু সালেহ, কবি সোহরাব হোসেন, এবং ‘জাতীয় কবিতা উৎসব ২০২৫’- এর উৎসব কমিটির যুগ্ম-আহ্বায়ক কবি শাহীন রেজা।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

জাতীয় কবিতা উৎসব ২০২৫ জাতীয় কবিতা পরিষদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর