Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলাফত মজলিসের আমির মামুনুল হক, মহাসচিব জালালুদ্দীন

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৫ ১৭:৪৩

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক ও মহাসচিব জালালুদ্দীন আহমদ। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মনোনীত হয়েছেন মাওলানা মামুনুল হক। আর মহাসচিব হয়েছেন মাওলানা জালালুদ্দীন আহমদ।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত মজলিসে শুরার অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই দু’জন মনোনীত হন।

এ উপলক্ষ্যে শায়খুল হাদিস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হক, সভাপতি মাওলানা তাফাজ্জল হক আজিজ এবং সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিসের শুরা সদস্যরা যথাসময়ে একটি গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা বিশ্বাস করি, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির হাতে গড়া এ সংগঠনের নেতৃত্ব একজন যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তির হাতে অর্পিত হয়েছে।’

উল্লেখ্য, খেলাফত মজলিস ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর আল্লামা আজিজুল হক নেতৃত্বাধীন খেলাফত আন্দোলন, আহমদ আবদুল কাদেরের নেতৃত্বাধীন ইসলামী যুব শিবির, ভাসানীর ন্যাপের একাংশের নেতা, তমদ্দুন মজলিসের সংগঠক ভাষাসৈনিক মাসউদ খানের নেতৃত্বে প্রতিষ্ঠত হয়।

দলটির প্রথম আমির ছিলেন আবদুল গফফার। তারপর আমির হন আল্লামা আজিজুল হক। তার অবর্তমানে আমির হন মাওলানা হাবিবুর রহমান। ২০০৫ সালে খেলাফত মজলিস দুই ভাগ হয়ে যায়। একটি ভাগ খেলাফত মজলিস নামে বিএনপি নেতৃত্বাধীন জোটে থেকে যায়। অন্য অংশ জোট থেকে বেড়িয়ে গিয়ে ‘বাংলাদেশ খেলাফত মজলিস’ নাম ধারণ করে।

সারাবাংলা/জেআর/পিটিএম

আমির বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিব জালালুদ্দীন আহমদ মামুনুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর