Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আব্দুল হান্নান মাসুদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৫ ১৮:০১ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৯:৫০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে নগরীর ষোলশহরে ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন’র দাবিতে লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচির সময় সাংবাদিকদের কাছে তিনি এ প্রতিক্রিয়া জানিয়েছেন।

আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘আমরা মানুষের কাছ থেকে মেসেজ নিতে এসেছি উনারা আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন? আগামীর বাংলাদেশ নিয়ে উনাদের স্বপ্ন কি, সেটা জানতে এসেছি। জুলাই গণঅভ্যুত্থানে উনারা জীবন বাজি রেখে লড়াইটা করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে উনারা কী ধরনের পরিবর্তন দেখতে চাচ্ছেন, সেটা আমরা জানতে এসেছি। উনাদের চাওয়াটা যাতে আমরা জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করতে পারি, সেজন্য আমরা উনাদের কাছ থেকে বিভিন্ন মেসেজ নিয়ে যাচ্ছি। যে মানুষগুলো আমাদের পাশে দাঁড়িয়ে লড়াই করেছেন, তাদের আগামীতেও আমরা পাশে চাচ্ছি যাতে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতিতে কেউ বাধা হয়ে না দাঁড়ায়।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে আমাদের পক্ষ থেকে সরকারকে একটা আলটেমেটাম দেয়া হয়েছে। আমরা আশা করি, ১৫ জানুয়ারির মধ্যেই সরকার এটা ঘোষণা করবে। কিন্তু এ ঘোষণাপত্র যাতে না হয়, সেজন্য বিভিন্ন জায়গা থেকে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।’

‘তবে এ স্বীকৃতি পেলে এদেশের মানুষের কাছ থেকে আর কেউ কখনো তাদের ভোটাধিকার কেড়ে নিতে পারবে না, আগামীর বাংলাদেশে কেউ মানুষর মানবাধিকার কেড়ে নিতে পারবে না, আগামী বাংলাদেশে কেউ ভাতের অধিকার কেড়ে নিতে পারবে না। যারা এদেশের মানুষকে দাবিয়ে রাখতে চায়, এদেশের মানুষকে নিপীড়ন করতে চায়, শোষণ করতে চায় তারাই কেবল জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চায় না।’

বিজ্ঞাপন

লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। ছবি: সারাবাংলা

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘বিগত ৫০ বছর ধরে বাংলাদেশকে যেভাবে ফ্যাসিবাদি রাষ্ট্রকাঠামোর ওপর দাঁড় করানো হয়েছে এর ধারাবাহিকতায় বিগত ১৫ বছরে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ছিল না, মানুষের বাকস্বাধীনতা ছিল না, মানুষের রাজনৈতিক অধিকার ছিল না। বিগত ১৫-১৬ বছরে আওয়ামী লীগ মানুষের ভিন্নমত দমন করে, প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর ওপর দমন-নিপীড়ন চালিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কুক্ষিগত করেছে।’

‘বিগত তিনটি নির্বাচনে তারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। এই ভোটাধিকার নিশ্চিত করার জন্য, বাংলাদেশের মানুষের সকল অধিকার নিশ্চিত করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে মানুষের গণঅভ্যুত্থানের ফলে ৫ আগস্ট খুনি হাসিনা এদেশ থেকে পলায়ন করেছে। এরপর আমাদের উদ্দেশ্য হলো এদেশকে পুনর্গঠন করে এদেশের মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দেওয়া। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং অন্তর্বর্তী সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল কাজ করে যাচ্ছে।’

গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের স্বীকৃতি অনেকে দিতে চাচ্ছে না অভিযোগ করে রাসেল বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে গণআন্দোলনে নেতৃত্ব দিয়ে খুনি হাসিনাকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, সেটা বাংলাদেশের অনেক মানুষ, অনেক রাজনৈতিক দল মানতে নারাজ। কিন্তু সারা বাংলাদেশ, সারা পৃথিবী জানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। তারা সেটা অস্বীকার করতে চায় এবং অস্বীকারের মাধ্যমে আমাদের দমিয়ে রাখতে চায়। এমনকি রাষ্ট্রীয়ভাবে যাতে ঘোষণাপত্র দেওয়া না হয়, সেজন্য অনেকে নানাভাবে পেছন থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা কোনোভাবে ষড়যন্ত্রকে প্রশ্রয় দেব না এবং এ ষড়যন্ত্রকে আমরা মোকাবিলা করব।’

বিজ্ঞাপন

নগরীর ষোলশহরে বিপ্লব উদ্যান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ শুরু হয়। সেখান থেকে প্রবর্তক মোড় ঘুরে ষোলশহর দুই নম্বর গেইট পর্যন্ত এলাকায় তারা লিফলেট বিতরণ করেন। এ সময় একাধিক পথসভায়ও আব্দুল হান্নান মাসুদ সংক্ষিপ্ত বক্তব্য দেন। কর্মসূচিতে তাদের সঙ্গে সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত ৩১ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল। তবে পরবর্তীতে তারা ঘোষণাপত্র প্রকাশ না করার সিদ্ধান্ত জানায়। এর পরিবর্তে ৩১ ডিসেম্বর শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালন করে। ওই কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এ লক্ষ্যে জনমত তৈরিতে লিফলেট বিলি ও জনসংযোগ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

সারাবাংলা/আরডি/ইআ

চট্টগ্রাম পথসভা কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লিফলেট বিতরণ

বিজ্ঞাপন

বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
১১ জানুয়ারি ২০২৫ ১৯:৪৮

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর