Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবরস্থান থেকে হাত-পা-মুখ বাঁধা সেনাসদস্যকে উদ্ধার


১১ জানুয়ারি ২০২৫ ১৮:২০

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থান থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় শরিফুল ইসলাম শান্ত নামে এক অচেতন সেনাসদস্যকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জানুয়ারী) দুপুরে ওই সেনাসদস্যকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। তিনি হাসপাতালে ৬০৫ নম্বর কক্ষে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

উদ্ধার হওয়া সেনা সদস্য শরিফুল ইসলাম শান্ত কক্সবাজার জেলার চকরিয়ার উপজেলার ভিলিজার গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জ্ঞান না ফিরায় তিনি সেনাবাহিনীর কোন ইউনিটের সদস্য তা জানা যায়নি।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, ওই সেনা সদস্যদের গ্রামের বাড়িতে খবর পাঠানো হয়েছে। তবে, ১৫ দিন আগে প্রশিক্ষণের কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন বলে জানা গেছে। পরিবারের লোকজন আসলে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর