‘জুলাই বিপ্লবের কৃতিত্ব একা নিলে কাঁধ ভারি হয়ে যাবে’
১১ জানুয়ারি ২০২৫ ১৮:৫৬
ঢাকা: জুলাই বিপ্লবের কৃতিত্ব একা নিলে কাঁধ ভারি হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।
জাতীয় পার্টির (কাজী জাফর) ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি প্রয়াত হান্নান আহমেদ খান বাবলুর স্মরনে এ সভার আয়োজন করা হয়।
নজরুল ইসলাম খান বলেন, ‘জুলাই বিপ্লবের সফলতা কারও একক কৃতিত্বে আসেনি। গত ১৫ বছরে যারা খুন হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরসহ এ আন্দোলনে ছাত্র-শিশু, শ্রমজীবী সবারই অবদান রয়েছে। এর অবদান সবার মধ্যে ভাগ করে নিতে হবে। একা নিলে কাঁধ ভারি হয়ে যাবে।’
তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের একক কৃতিত্ব অনেকেই দাবি করছেন। একই ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা হয়েছিল স্বাধীনতা যুদ্ধ নিয়েও। যারা মুক্তিযুদ্ধে যায়নি তারাই মুক্তিযুদ্ধের চেতনার কথা শুনিয়েছে।’
নজরুল ইসলাম খান বলেন, ‘দীর্ঘ দেড় দশক আগে স্বৈরাচারের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিলাম তা একদফায় রূপান্তরিত হয়েছিল। যে কারণে একদফায় পরিণত হয়েছিল সেই একই কারণে ৬৯-এর গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল, ৭১ এর মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। একই কারণে নব্বইয়ের গণঅভ্যুত্থান হয়েছিল। দুঃখের বিষয় কোনো না কোনোভাবে এসব বিজয় ছিনতাই হয়ে যায়। জুলাই বিপ্লবের ৫ মাস পার না হতেই এ বিজয়ের কৃতিত্ব নেওয়ার জন্য লড়াই শুরু হয়েছে।’
সভাপতির বক্তব্যে মোস্তফা জামাল হায়দার বলেন, ‘দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। শেখ হাসিনা সরকারের প্রেতাত্মারা এখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিরাজ করছে এবং নানামুখী সমস্যার সৃষ্টি করছে। কতগুলো নন ইস্যুকে ইস্যু বানিয়ে রাজনীতির মাঠ ঘোলাটে করার চেষ্টা করছে। যেখানে জাতীয় নির্বাচনের বিষয় সামনে আসার কথা, তা না এনে স্থানীয় সরকার নির্বাচনের কথা কেন সামনে আনা হচ্ছে। কার স্বার্থে স্থানীয় সরকার নির্বাচনের বিষয় সামনে আসছে? জাতীয় নির্বাচন বিলম্বিত হলে নতুন করে ষড়যন্ত্র-চক্রান্তের ডালপালা গজাবে। পতিত স্বৈরাচার আবারও পুনর্বাসনের চেষ্টা করবে।’
জাতীয় পার্টি (জাফর) যুগ্ম মহাসচিব এ এস এম শামীমের পরিচালনায় স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান সেলিম মাস্টার, জোবায়ের হায়দার অয়ন, যুগ্ম মহাসচিব কাজী মো. নজরুল, যুব সংহতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সরকার, ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভিসহ আরও অনেকে।
সারাবাংলা/এজেড/এমপি