Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘লুটেরাদের দায়মুক্তি দিতে ভ্যাট বৃদ্ধির বোঝা চাপাচ্ছে সরকার’

স্পেশাল করেসপডেন্ট
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০৫ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৯:৩৯

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের রূপনগর থানা সম্মেলন উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশ

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন বলেছেন, বিদেশি প্রভুদের নির্দেশ বাস্তবায়নে গণস্বার্থ উপেক্ষা করে সরকার পরোক্ষ কর বৃদ্ধি করেছে। দেশের অর্থনীতির বেহাল দশার অন্যতম কারণ লুটেরা-ধনিকশ্রেণির লুটপাট। তাদের দায়মুক্তি দিতে সরকার গরিব-মধ্যবিত্তের ওপর ভ্যাট বৃদ্ধির বোঝা চাপাচ্ছে।

শনিবার (১১ জানুয়ারি) রূপনগরের দুয়ারিপাড়ায় আণবিক শক্তি কমিশনের আবাসিক ৫ নম্বর সড়কে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের রূপনগর থানা সম্মেলন উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শ্রমিকনেতা নাসির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, সংগঠক মিথুন শর্মা, পল্লবী থানার সহ-সভাপতি মো. হাসান, রূপনগর থানার নেতা সৈয়দ মিজবাহ আকিল, সামিউল ইসলাম, জয়নাল আবেদীন জয় প্রমুখ।

সমাবেশে ক্কাফী রতন বলেন, সরকার চব্বিশের গণঅভ্যুত্থানের বৈষম্য অবসানের আকাঙ্খার বাস্তবায়ন না করে বৈষম্য বৃদ্ধির নীতি গ্রহণ করেছে। সরকার অবিলম্বে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে গরিব, মেহনতি ও মধ্যবিত্ত মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। রিকশা শ্রমিকের জীবন-জীবিকার সংকট নিরসনে বিআরটিএ কর্তৃক লাইসেন্সসহ রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ১২ দফা বাস্তবায়ন না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে থেকে আগামী ৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহিদ মিনারে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এইচআই

আবদুল্লাহ ক্বাফী রতন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি

বিজ্ঞাপন

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর