‘আইএমএফের প্রেসক্রিপশনে দেশ চালালে ফের লড়াই বাঁধবে’
১১ জানুয়ারি ২০২৫ ২০:০৫ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ২০:০৯
ঢাকা: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আইএমএফের নির্দেশনা অনুযায়ী সরকার যদি দেশ চালানোর কথা ভাবেন, তাহলে আমাদের সঙ্গে ফের লড়াই বাঁধবে। যদি বিশ্ব ব্যাংকের পরামর্শ মতো এমন সিদ্ধান্ত হয়। যা জনগণের ওপর চাপ সৃষ্টি করবে, আমরা সেটা সর্মথন করব না। আমরা সেটা মানব না। মানুষের পেটে যদি ক্ষুধার আগুন থাকে, তাহলে তারা সংস্কারের কথা শুনবে না।
শনিবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে টিসিবির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল এবং শতাধিক পণ্যে শুল্ককর বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে নাগরিক ঐক্যের আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সরকার প্রধান এ জাতিকে সংঘটিত করে যদি সামনের দিকে অর্থাৎ উন্নতির দিকে এগিয়ে নিতে না পারে তাহলে এরপর কেউ দেশ সামনের দিকে নিতে পারবে না।’
মাহমুদুর রহমান বলেন, ‘আমরা সংস্কার চাই, সংস্কারের কথা বলেছি। এ সরকারও সংস্কারের কথা বলেছেন। এই সরকার বিশেষ একটা পরিস্থিতিতে গড়ে তোলা সরকার। নির্বাচিত সরকার বানাতে যে সময় লাগে, সেই মধ্যবর্তী সময়ের জন্য তারা সরকার। এ সময়ের মধ্যে যতখানি সংস্কার দরকার, তারা সেটা করবেন। কিন্তু তারা গরিব মানুষের কল্যাণে আজ পর্যন্ত একটা কাজও করেননি।’
মাহমুদুর রহমান বলেন, ‘আমার দল ক্ষমতায় যাবে না। কিন্তু তারপরও ভোট চাই। গণতন্ত্রের জন্য ভোট চাই। বিএনপি বড় দল, ওদের ক্ষমতার চাওয়া থাকতেই পারে। চাইবেই তো, তারা তো কষ্ট স্বীকার করেছে। বিএনপি যদি রোডম্যাপের কথা বলে, তাহলে রোডম্যাপ দেবেন। ড. ইউনূস জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন, সেটাকে যদি পরিপূর্ণ রোডম্যাপ নাও বলা হয় কিন্তু একটা পথনির্দেশিকা বলতে পারবেন। ড. ইউনূস বলেছেন, হয় ডিসেম্বর, না হলে জুনের মধ্যে নির্বাচন হবে। এ কথা যেন ঠিক থাকে। জনদুর্ভোগ বাড়ানোর কোনো পদক্ষেপ আর গ্রহণ করবেন না।’
মাহামুদুর রহমান মান্না বলেন, ‘সরকার ১৫টি কমিশন গঠন করেছে। এখন পর্যন্ত কোনো কমিশন রিপোর্ট দেয়নি। কথা ছিল ডিসেম্বর মাসে দেবে। কিন্তু তারা বলেছে জানুয়ারিতে দেবে। জানুয়ারিরও অর্ধেক চলে যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি।’
সারাবাংলা/এএইচএইচ/ এইচআই