থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার
১১ জানুয়ারি ২০২৫ ২১:০৮ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ২১:১১
মুন্সীগঞ্জ: ছিনতাইকৃত আসামি শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্যে বাঁধা দেওয়ার সুস্পষ্ট অভিযোগে তার প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহদফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তরিকুল ইসলামমের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
শ্রীনগর পশ্চিম দেউলভোগের মো. কালাম বাদী হয়ে গত ১৯ নভেম্বর কোর্টে একটি সিআর মামলা করেন। সেই মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম। তরিকুল ইসলামের বিরুদ্ধে আরও দুটি মাদক মামলা রয়েছে শ্রীনগর থানায়। এই মামলায় সবমোট আসামি পাঁচ জন।
জানা গেছে, শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর তরিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা পুলিশকে বিভিন্নভাবে চাপ দিতে থাকেন। এক পর্যায়ে তারা পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে পুলিশ পরিদর্শক অপারেশনের রুম ভাঙচুর করেন। প্রায় ১৫০-২০০ জন বিএনপির নেতাকর্মীরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। এতে পুলিশ বাধা দেওয়ায় পুলিশদের ওপর আক্রমণ করেন এবং তাদের কিল ঘুসি দিয়ে আসামি নিয়ে বের হয়ে যান।
সারাবাংলা/এইচআই