Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিজেএ’র সভাপতি হারুন, সম্পাদক লিথো

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৫ ২১:৩৯

বিপিজেএ-এর সভাপতি হারুন জামিল এবং সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো

ঢাকা: বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেইলের হারুন জামিল এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ পোস্টের শওকত আলী খান লিথো।

শনিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সংসদ ভবনের এলডি হলে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভার পর ভোট অনুষ্ঠিত হয়। সভাপতি ও কার্যনির্বাহী সদস্য পদে শুধু নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

সহসভাপতি পদে ফয়েজ উল্লাহ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান, অর্থ সম্পাদক পদে শাহজাহান মোল্লা এবং দফতর সম্পাদক পদে নাজমুল ইসলাম তানিম আহমেদ নির্বাচিত হন। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন মশিউর রহমান- মনিরুল ইসলাম , রফিকুল ইসলাম সবুজ , জাহাঙ্গীর কিরণ ও হাবিবুর রহমান পঞ্চায়েত।

সভাপতি হারুন আল রশীদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাফিজা দৌলার সঞ্চালনায় এদিন সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) এমদাদুল হক। উপপরিচালক নীলুফার ইয়াসমিন এবং সহকারী পরিচালক মো. শোয়াইব নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সহকারী পরিচালক কুদরত উল হক নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

বিপিজেএ’র সভাপতি হারুন সাধারণ সম্পাদক লিথো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর