Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ছড়িয়ে পড়তে পারে লস অ্যাঞ্জেলেসের দাবানল

আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি ২০২৫ ০৮:৪৬ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১১:৩৬

প্যাসিফিক প্যালিসেডসের রাস্তাঘাট আগুনে ঢেকে গেছে। ছবি: জে এল. (সংগৃহীত)

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। ভয়াবহ দাবানলে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা। মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়, অগ্নিনির্বাপণকর্মীরা সতর্ক করেছেন, পরের সপ্তাহের শুরুতে তীব্র বাতাস হতে পারে। এতে তাদের কাজের অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। তবে দাবানল নিয়ন্ত্রণে তারা সর্বাত্মক চেষ্টা করছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্স জানায়, লস অ্যাঞ্জেলেসের চারটি এলাকায় এখনো আগুন জ্বলছে। নতুন করে আরও ১ হাজার একর এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। এক লাখের বেশি বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নিতে সতর্কতা জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেস কাউন্টির আশপাশে দাবানল ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেসকে ‘যুদ্ধক্ষেত্র’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সারাবাংলা/এমপি

দাবানল লস অ্যাঞ্জেলস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর