Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুবাই যাবার পথে ‘শীর্ষ মানবপাচারকারী’ গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ১০:৪৪

গ্রেফতার ইফতেখারুল আলম রনি।

চট্টগ্রাম ব্যুরো: দুবাই যাবার পথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মানবপাচারের একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত দেশের ‘শীর্ষ মানবপাচারকারী’ বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ইফতেখারুল আলম রনি নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

বিজ্ঞাপন

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সারাবাংলাকে জানিয়েছেন, গ্রেফতার ইফতেখারুল আলম রনি ফেনী জেলার বাসিন্দা। তিনি নিয়মিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাতায়াত করেন।

শনিবার রাত ৮টা ৫০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ ফ্লাইটের যাত্রী ছিলেন রনি। বিমানে ওঠার আগে ইমিগ্রেশন ডেস্কেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

এনএসআইয়ের তালিকায় থাকা মানবপাচারকারী ইফতেখারুল আলম রনি’র বিরুদ্ধে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে মানবপাচার আইনের একটি মামলা বিচারাধীন আছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও চট্টগ্রামের পতেঙ্গা থানায়ও একই আইনে তার বিরুদ্ধে মামলা আছে।

তাকে রাতেই পতেঙ্গা থানায় হস্তান্তর করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

সারাবাংলা/আরডি/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর