Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি ২০২৫ ১১:০৭ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৩:৩৮

বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। ফাইল ছবি

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। আকারে ছোট ওই বিমানটিতে দুই জন ক্রু এবং আট যাত্রী ছিলেন।

গত বুধবার (৮ জানুয়ারি) জুরাডো থেকে মেডেলিন যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয়। পরে উত্তর-পশ্চিম কলম্বিয়ার অ্যান্টিওকিয়া বিভাগের উরাও পৌরসভার একটি গ্রামে বিধ্বস্ত হয়। পরে শুক্রবার (১০ জানুয়ারি) দেশটির কর্তৃপক্ষ প্যাসিফিকা ট্রাভেল পরিচালিত ওই বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করে।

অ্যান্টিওকিয়ার ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কার্লোস রিওস পুয়ের্তা বলেন, দুঃখজনকভাবে বিমানে থাকা কেউই জীবিত নেই। ঘটনাস্থলে আমাদের ৩৭ জন কর্মী কাজ করেছে এবং মরদেহ উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার প্রক্রিয়াটি জটিল হয়ে পড়েছে। অন্যদিকে দুর্ঘটনার কারণ নির্ধারণে বেসামরিক বিমান কর্তৃপক্ষ একটি তদন্ত কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর