Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে উত্তেজনা, জরুরি সংবাদ ব্রিফিং ডেকেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ১১:৫০ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৩:২১

সংবাদ সম্মেলনের জন্য বাইরে অপেক্ষা। ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ-ভারত সীমান্তের একটি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে তিন দিন ধরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তের ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে তৈরি হওয়া উত্তেজনা নিয়ে জরুরি সংবাদ ব্রিফিং ডেকেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করার কথা ছিল। জনসংযোগ বিভাগ জানিয়েছে আরও কিছু সময় পর শুরু হবে ব্রিফিং।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রে প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তের ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ শুরু করে ভারত। সেখানে বাংলাদেশ অংশ থেকে বাধা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ওই সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাংলাদেশ-ভারত দুই দিকেই গ্রামের মানুষজন জড়ো হয় সীমান্তরক্ষীদের সঙ্গে। এরইমধ্যে দুই দিকেরই বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, বাংলাদেশ অংশে বেশি সংখ্যক লোকজন জড়ো হয়েছে। অন্যদিকে ভারত অংশে কিছু মানুষকে লাঠি, রামদা, কাস্তের মতো অস্ত্র হাতে ‘বন্দে মাতরম’ স্লোগান দিতেও দেখা যায়।

উল্লেখ্য, সোমবার (৬ জানুয়ারি) এ ঘটনা ঘটে। চৌকা সীমান্তের অন্য পাড়ে ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সুকদেবপুর এলাকায় বেড়া নির্মাণের তৎপরতা দেখা যায় বিভিন্ন ভিডিওতে। সীমান্তের  এক হাজার ২০০ গজের মতো অংশে কোনো কাঁটা তারের বেড়া ছিল না এবং সেই বেড়া তৈরির পূর্বপ্রস্তুতি হিসেবে ভারতের অভ্যন্তরে ১০০ গজ ভেতরে মাটি খোঁড়া হচ্ছিল বলে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে গণমাধ্যমকে জানানো হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমপি

সংবাদ ব্রিফিং সীমান্তে উত্তেজনা স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর