Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়েমেনে পেট্রল পাম্পে বিস্ফোরণে নিহত ৮, আহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি ২০২৫ ১৩:১১ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৮:১৪

বিস্ফোরণের পর পেট্রল পাম্প ও সংলগ্ন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি: সংগৃহীত

ইয়েমেনের একটি পেট্রল পাম্পের জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কের বিস্ফোরণে আটজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) দেশটির আল-বায়দা প্রদেশে এই ঘটনা ঘটে।

বিস্ফোরণ হওয়া জ্বালানি ট্যাঙ্কটি প্রদেশটির জাহের জেলার পেট্রল পাম্পের প্রাঙ্গণের মধ্যেই ছিল। শক্তিশালী এ বিস্ফোরণে পেট্রল পাম্প ও সংলগ্ন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিস্ফোরণের সময় পেট্রল পাম্পটিতে অনেক মানুষ ছিলেন। বিস্ফোরণের পরে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো এলাকাজুড়ে আগুন জ্বলতে থাকে।

আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক কি না, তাৎক্ষণিকভাবে তা এখনো জানা যায়নি।

ইতোমধ্যে বিস্ফোরণ ঘটার কারণের তদন্ত শুরু হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

ইয়েমেন নিহত ৮ পেট্রোল পাম্পে বিস্ফোরণ