ঢাকা: বাংলাদেশ- ভারত সীমান্ত ইস্যুতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি। হয়তো দুই এক দিনের মধ্যে তারা ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠাবে। তার কাছে মেসেজ পৌঁছানো হবে।’
ঘটনার সূত্রপাত গত সোমবার (৬ জানুয়ারি) থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রে প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তের ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ শুরু করে ভারত, বাংলাদেশ অংশ থেকে বাধা দেওয়া হয়েছে।
ওই সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাংলাদেশ-ভারত দুই দিকেই গ্রামের মানুষজন জড়ো হয় সীমান্তরক্ষীদের সঙ্গে। দুই দিকেরই বেশকিছু ভিডিও ইন্তারনেটে ছড়িয়ে পড়েছে।
এতে দেখা গেছে, বাংলাদেশ অংশে বেশি সংখ্যক লোকজন জড়ো হয়েছে, অন্যদিকে ভারত অংশে কিছু মানুষকে লাঠি রামদা, কাস্তের মতো অস্ত্র হাতে ‘বন্দে মাতরম’ স্লোগান দিতেও দেখা যায়। এ নিয়ে গত কয়েকদিন ধরে সীমান্তে উত্তেজনা দেখা দেয়।
বিষয়টি নিয়ে রোববার (১২ জানুয়ারি) সচিবালয়ে জরুরি বৈঠক ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘সীমানা নিয়ে বাংলাদেশ- ভারতের মধ্যে মোট চারটি সমঝোতা স্মারক সই করা আছে। এর মধ্যে অন্যতম বিষয় ছিল সীমানার ১৫০ গজের মধ্যে কেউ কোনো সামরিক তৎপরতা করতে পারবে না। দ্বিতীয়ত, জিরো পয়েন্ট থেকে ১৫০ গজের মধ্যে প্রাচীর বা স্থাপনা নির্মান করতে পারবে না। যদি করতে চায় তাহলে দুই দেশের মধ্যে অনুমতি নিতে হবে। দুই দেশের মধ্যে ৪১৫৬ সীমান্তের মধ্যে ৩১৭২ কিলোমিটারের মধ্যে ইতোমধ্যে কাটাতারের বেড়া দিয়েছে। বাকি আছে ৮৮৫ কিলোমিটার।’
তিনি বলেন, ‘২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারত কিছু কার্যক্রম করেছে আর তা সম্ভব হয়েছে সাবেক সরকারে অসম অনুমতিতে। ভারত ১৬০টি স্থানে একই লেয়ারে কাটাতারের বেড়া দিয়েছে। যা তারা দিতে পারে না।’
তিনি আরও বলেন, ‘চাপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, নওগাঁ, কুষ্টিয়া কুমিল্লার দুই স্থানে বেড়া দিচ্ছিল। গত তিন দিন ধরে বিজিবির কঠোর অবস্থানের কারনে বিএসএফ কাজ বন্ধ করতে বাধ্য করেছে।’