Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াপল্টনে কুষ্টিয়া জেলা বিএনপির পদবঞ্চিতদের অবস্থান

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ১৫:০৯

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।

ঢাকা: কুষ্টিয়ায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।

রোববার (১২ জানুয়ারি) সকালে তারা এ কর্মসূচি শুরু করে। দুপুর আড়াইটায় এ রিপোর্ট লেখার সময় তাদের কর্মসূচি চলছিল।

সরেজিমনে গিয়ে দেখা যায়, কার্যালয়ের প্রধান ফটকের সামনে কুষ্টিয়া জেলা বিএনপির কয়েক শত নেতা-কর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নিয়েছেন। তারা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করে পুনরায় কমিটি গঠনের আহ্বান জানাচ্ছেন।

এর আগে, গত মঙ্গলবার (৭ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। তারা ঢাকা ও কুষ্টিয়ায় কর্মসূচি পালনের ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী, রোববার সকালে নয়াপল্টনে কর্মসূচি শুরু করেছে তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কোনো নেতা তাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করেননি।

মিছিল শেষে মজমপুর ট্রাফিক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পদবঞ্চিত নেতা আইনজীবী শামিমুল হাসান বলেন, ‘যত দিন কুতুব-জাকির কমিটি বাতিল না হবে, তত দিন রাজপথে আন্দোলন চলতে থাকবেই। কুষ্টিয়াবাসীকে সঙ্গে নিয়ে এই আন্দোলন আরও বেগবান করা হবে।’

দলীয় সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করা হয়। ২০১৯ সালের ৮ মে সৈয়দ মেহেদী আহমেদকে সভাপতি ও সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখে জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এর আগে ২০১২ সালে গঠিত কমিটিতে এই দুজন একই পদে ছিলেন।

বিজ্ঞাপন

গত ২৫ সেপ্টেম্বর কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারকে সদস্যসচিব করে কুষ্টিয়া জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি করা হয়। এরপর ৪ নভেম্বর ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নেতা-কর্মীদের অভিযোগ, কমিটিতে যাদের রাখা হয়েছে, তাদের অনেকে বিগত আওয়ামী লীগ সরকারের নির্যাতন ও অত্যাচারের সময় মাঠে ছিলেন না।

গত ১৭ নভেম্বর কমিটি বাতিলের দাবিতে শহরের এনএস রোডে নেতা-কর্মীরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। একই দাবিতে ৬ নভেম্বর বিক্ষোভ সমাবেশ করে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন নেতা-কর্মীরা। দাবি আদায়ে এবার ঢাকায় কর্মসূচি পালন করছেন তারা।

সারাবাংলা/এজেড/ইআ

অবস্থান কর্মসূচি নয়াপল্টন পদবঞ্চিত

বিজ্ঞাপন

বিয়ে করেছেন সংগীতশিল্পী পড়শী
১২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

আরো

সম্পর্কিত খবর