Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মায়ের কোল থেকে ছিটকে ট্রেনের নিচে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ১৭:১৬

নিহত শিশু মরিয়মের মরদেহ। ছবি: সারাবাংলা।

বাগেরহাট: মায়ের কোল থেকে ছিটকে ট্রেনের নিচে পড়ে মরিয়ম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গেটম্যান রেলক্রসিংয়ের প্রতিবন্ধক না ফেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন নিহত শিশুর স্বজন ও স্থানীয়রা। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে খুলনা-মোংলা রেলপথের দিগরাজ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর মা ফাতেমা বেগম জানায়, দিগরাজের রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাস থেকে দুই সন্তান নিয়ে দ্রুত নামতে গেলে কোল থেকে মেয়ে মরিয়ম ছিটকে ট্রেনের নিচে পড়ে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শামিম হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু মরিয়ম মারা যায় ।

এদিকে, দায়িত্বে অবহেলার কারণে দিগরাজের রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা গেটম্যান মো. শাহিনের বিচারের দাবিতে বিক্ষোভ করেন বিক্ষুদ্ধ জনতা। এসময় মোংলা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনার পর থেকে গেটম্যান শামিম হাসান পলাতক রয়েছেন। তার বাড়ি নাটোর জেলায় বলে জানা গেছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, দায়িত্ব অবহেলার কারণে গেটম্যান মো. শাহিনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রেল পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসআর

ট্রেনের নিচে পড়ে শিশুর মৃত্যু দুর্ঘটনা বাগেরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর