Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি হেনরীর স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ১৭:৩১ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ২০:৩৯

জান্নাত আরা হেনরী। ফাইল ছবি

ঢাকা: সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর জমি, ফ্ল্যাটসহ ৪৫টি স্থাবর সম্পত্তি, ১৬টি গাড়ি, ১৯ ব্যাংক হিসাবে থাকা প্রায় ৫৭ কোটি টাকা ও যৌথ মালিকানাধীন ৪ কোম্পানির এক কোটি ৩৪ লাখ টাকা অবরুদ্ধের (ক্রোক) নির্দেশ দিয়েছেন আদালত। গত ১ অক্টোবর হেনরী মৌলভীবাজার থেকে স্বামীসহ গ্রেফতার হন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে, দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ এসব সম্পত্তি ক্রোকের নির্দেশ চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর রেজাউল করিম রেজা শুনানি করেন। পরে বিচারক আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৩ ডিসেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন।

এর আগে, ২৫ নভেম্বর জান্নাত আরা হেনরী, তার স্বামী ও মেয়ের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। হেনরীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয় গত ২০ আগস্ট।

দুদক সূত্রে জানা যায়, জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদারের ৪৯ ব্যাংক হিসাবে প্রায় ৩ হাজার ৮৯৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। একইসঙ্গে প্রায় ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনেরও প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সারাবাংলা/কেআইএফ/ইআ

জান্নাত আরা হেনরী সম্পত্তি ক্রোকের নির্দেশ সাবেক সংসদ সদস্য

বিজ্ঞাপন

গাজায় ১৫ চিকিৎসক নিহত: আইডিএফ
২১ এপ্রিল ২০২৫ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর