Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও যোগাযোগ সহজ করতে চায় সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ১৮:২৭ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ২০:৩৯

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি দল

ঢাকা:পাকিস্তানের সঙ্গে আমদানি- রফতানি বাড়ানোর পাশাপাশি যোগাযোগ বৃদ্ধি ও সহজ করতে চায় সরকার।

রোববার (১২ জানুয়ারি) সচিবালয়ে ঢাকায় সফররত ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফপিসিসিআই) এর সভাপতি আতিফ ইকরাম শেখ এর নেতৃত্বে এক প্রতিনিধি দল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সঙ্গে বৈঠক করেন। সেখানেই এসব বিষয়ে কথা হয়।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য, ভিসা সহজীকরণ,পাকিস্তান ও বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক টেকসই করতে উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দেশের জনসংখ্যার ভলিউম বিবেচনায় বাণিজ্যের পরিমাণ খুব কম। উভয় দেশেরই সুযোগ রয়েছে বাণিজ্যকে বাড়িয়ে নেওয়ার।’

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে পাকিস্তানের ব্যবসায়ীদের আরও বেশি ডায়ালগ হওয়া দরকার। নিজেদের মধ্য সম্ভাব্য সহযোগিতা উন্মোচন দুই দেশকেই লাভবান হতে সাহায্য করবে।’

পাকিস্তানের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (এফপিসিসিআই) সভাপতি বলেন, ‘পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশে তাদের ব্যবসা বাণিজ্য বাড়াতে চায়। ভিসা জটিলতা ও সরাসরি ফ্লাইট না থাকায় সে দেশের ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত মাত্রায় তাদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে সক্ষম হচ্ছেন না।’ এ সময় তিনি এক্ষেত্রে বিরাজমান জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

প্রতিনিধিদল বাংলাদেশে কৃষিজাত দ্রব্য উৎপাদন ও বিপনন ,শিক্ষা ,পর্যটন ও সিরামিক খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। পাকিস্তান সরকার এক্সপোর্ট ফ্যাসিলিটেশন স্কীম চালু করেছে। এ স্কীমের আওতায় বাংলাদেশের ব্যবসায়ীরা পাকিস্তানে বিনিয়োগ করতে পারে বলেও উল্লেখ করেন তারা। এ সময় তারা বাংলাদেশে ট্রেড এক্সপো আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বৈঠকে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ এ বৈঠকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আমন্ত্রণে ঢাকা সফরে এসেছেন পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দল।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

পাকিস্তান বাণিজ্য বাণিজ্য উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর