জগন্নাথপুরে নারী মাদক কারবারি গ্রেফতার
১২ জানুয়ারি ২০২৫ ১৯:৪২
সুনামগঞ্জ: জেলার জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও তিন বোতল বিদেশি মদসহ আলেয়া বেগম (৪৯) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়। আলেয়া বেগম জগন্নাথপুর থানার আকিলপুর গ্রামের বাসিন্দা।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) দিপংকর হালদার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালয়ে মাদকসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সারবাংলা/এসআর
জগন্নাথপুর নারী মাদক কারবারি মাদক কারবারি গ্রেফতার সুনামগঞ্জ