Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ হাজার কেজি পলিথিন জব্দ,৩ লাখ টাকার জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ১৯:১৬ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৯:৫৫

পলিথিন বিরোধী অভিযানে পুলিশ এবং কর্মকর্তারা

ঢাকা: পলিথিন বিরোধী অভিযানে সারাদেশ থেকে ২ হাজার ৪২ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর। একসঙ্গে বায়ু দূষণের দায়ে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) বরিশাল, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ এবং ঢাকা মহানগরের উত্তরা ও শেরে বাংলা নগর এলাকায় পরিবেশ অধিদফতর নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত বন্ধে ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে ৮টি মামলার মাধ্যমে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং আনুমানিক ২ হাজার ৪২ কেজি পলিথিন জব্দ করা হয়। ইতোমধ্যে একটি পলিথিন কারখানা বন্ধ করে সিলগালা করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা মহানগরের উত্তরা, শেরে বাংলা নগর ও গাজীপুরে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখা এবং স্টিল/রি-রোলিং মিলের বায়ুদূষণের দায়ে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ১১টি প্রতিষ্ঠান থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।

এছাড়া ঢাকা মহানগরের মিরপুর-১ এলাকায় যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের দায়ে পরিবেশ অধিদফতরের ১টি মোবাইল কোর্টে অভিযান চালানো হয়। অভিযানে ৩টি পরিবহনের চালককে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ প্রতিরোধে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ১টি যানবাহনের চালককে ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

ঢাকার একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে সীসা/ব্যাটারি গলানোর দায়ে ১টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানে দুই ট্রাক সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

জরিমানা পলিথিন জব্দ বায়ু দূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর