Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শতাধিক পণ্যের ভ্যাট-শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী: গণফোরাম

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ২০:১৬

ঢাকা: গণফোরামের নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শতাধিক পণ্যের ভ্যাট-শুল্ক বাড়ানো গণবিরোধী সিদ্ধান্ত। হুট করে ভ্যাট-শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত জীবনযাত্রার মান দুর্বিষহ করে দিবে।

রোববার (১২ জানুয়ারি) দলটির সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান যৌথ বিবৃতিতে ২৪-২৫ অর্থবছরের এই সময়ে ভ্যাট-শুল্ক বাড়ানোর তীব্র বিরোধীতা করেন।

বিজ্ঞাপন

তারা বলেন, মূল্যস্ফীতি জনগণের দুর্ভোগ বাড়াচ্ছে তখন ভ্যাট-শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা দিশেহারা হয়ে পড়বে। সরকার থেকে আমরা এমনটি প্রত্যাশা করিনি।

তারা আরও বলেন, সকল গণবিরোধী সিদ্ধান্ত যা জনগণের দুর্ভোগ বাড়াবে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গণফোরাম প্রত্যাশা করে ড. ইউনূস সরকার জনগণের জীবনযাত্রার মান সহজ করবে।

সারাবাংলা/এএইচএইচ/এসআর

গণফোরাম ভ্যাট-শুল্ক

বিজ্ঞাপন

৪৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
১২ জানুয়ারি ২০২৫ ২২:৩১

আরো

সম্পর্কিত খবর