Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জিডিপিতে করের অবদান বাড়াতে কিছু পণ্যের ভ্যাট বৃদ্ধি’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ২১:১৩

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

ঢাকা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে নয়, জিডিপিতে করের অবদান (ট্যাক্স-জিডিপি রেশিও) বাড়াতে সরকার কিছু পণ্যের ভ্যাট বাড়িয়েছে।

রোববার (১২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘স্থিতিশীলতা বাড়ানোর জন্য আমাদের ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে হবে। গত ৫ মাসে আমাদের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা। এ ঘাটতি আমাদের মেটাতে হবে।’

শফিকুল আলম বলেন, ‘সত্যিকার অর্থে আমরা চাচ্ছি যে, ট্যাক্স এমন একটা জায়গায় যাক যেন আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়। ট্যাক্স-জিডিপি অনুপাত কমে যাওয়া মানে যে ঋণ করা হচ্ছে, তা পরিশোধ করা সম্ভব নাও হতে পারে। দেশের মানুষের ভালোর জন্য এবং প্রবৃদ্ধি বাড়ানোর জন্য ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে হবে। এর পরিপ্রেক্ষিতেই কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বলছি না যে, ট্যাক্স বাড়ালে মানুষের ওপর প্রভাব পড়বে না। তবে আমরা মনে করছি— সেটা খুবই মিনিমাম হবে।’

আইএমএফের চাপে ভ্যাট বাড়ানো হচ্ছে কি না? এমন এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘আইএমএফের কথা আমরা কেন নেব? আমাদের এখানে অর্থনীতিবিদেরা আছেন। আমাদের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা দরকার। এটা না থাকলে টাকার মান কমে যায়।’

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম

বিজ্ঞাপন

৪৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
১২ জানুয়ারি ২০২৫ ২২:৩১

আরো

সম্পর্কিত খবর