Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ থেকে সেবা খাতে বিদেশে অর্থ পাঠানো সহজ করল কেন্দ্রীয় ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ২১:৩৩

বাংলাদেশ ব্যাংক। ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ থেকে সেবার বিপরীতে বিদেশে অর্থ পাঠানো সহজ করল কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে সেবার অর্থ বিদেশে পাঠাতে নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন লাগবে না। ব্যাংকগুলোকে তাদের নিজস্ব নিয়মিত বৈদেশিক ব্যয় বাবদ অর্থ বিদেশে পাঠাতে পারবে।

রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলার অনুযায়ী, সেবা খাতের ব্যয়ের মধ্যে রয়েছে রয়টার্স মনিটর, ব্লুমবার্গ ফি, ব্যাংকার্স আলমনার্ক, ডিউ ডিলিজেন্স রেপোজিটরি ব্যয়, ক্রেডিট রেটিং সার্ভিস ফি, মূল্য যাচাই ফি, প্রভৃতি। এ ছাড়া, ব্যাংকগুলোকে বিদেশ ভ্রমণকারীদের লাউঞ্জ সুবিধার সঙ্গে সম্পর্কিত খরচ পরিশোধের অনুমতি দেওয়া হয়েছে। তবে বছরে একজন কার্ড হোল্ডার ৫০০ মার্কিন ডলারের বেশি খরচ করতে পারবে না।

সার্কুলারে আরও বলা হয়েছে, পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান যেমন ব্রোকারেজ ফার্ম, মার্চেন্টব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ইত্যাদি, আর্থিক ইনফরমেশন এবং কমিউনিকেশন সংক্রান্ত সেবার জন্য বিদেশে ফি পাঠানোর জন্য অনুমতির প্রয়োজন হবে না।

উল্লেখ্য, এতদিন এসব ব্যয় পরিশোধ করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতির প্রয়োজন হতো। নতুন সার্কুলারের ফলে বিদেশে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ হলো।

সারাবাংলা/জিএস/পিটিএম

পাঠানো বাংলাদেশ ব্যাংক বিদেশে অর্খ সহজ

বিজ্ঞাপন

৪৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
১২ জানুয়ারি ২০২৫ ২২:৩১

আরো

সম্পর্কিত খবর