Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিডিআর হত্যাকাণ্ডের অস্থায়ী আদালত বকশিবাজার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ২২:০৪ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৭:১২

ঢাকা: বিডিআর হত্যাকাণ্ডের বিচার বকশিবাজারের সরকারি আলিয়া মাদরাসার পরিবর্তে মাঠের কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে পরিচালিত হবে।

রোববার (১২ জানুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এই আদেশ অনুযায়ী, আলিয়া মাদরাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠের অস্থায়ী আদালত ভবনে এ বিচার কাজ পরিচালনার আদেশ বাতিল করে।

আদেশে বলা হয়, সরকার ‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’ এর সেকশন-৯ এর সাব-সেকশন-২ এ দেওয়া ক্ষমতাবলে ঢাকার পিলখানা বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার বিচারকার্য পরিচালনার জন্য ২০১০ সালের ২৮ ডিসেম্বর আদেশে ঘোষিত ঢাকা মহানগরের বকশিবাজার এলাকার সরকারি আলিয়া মাদরাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবনের স্থলে ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করলো। একই সঙ্গে নির্দেশ প্রদান করলো যে, ওই মামলার বিচারকাজ ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য ঢাকার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য বকশীবাজারে আলিয়া মাদরাসা থেকে অস্থায়ী আদালত সরিয়ে নিতে গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এর আগে সেদিন ভোরে বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেওয়া হয়। আগুনে আদালতের নথি ও আসবাবপত্র পুড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে সেখান থেকে বিচার কাজ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলো সরকার।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/জেআর/এসআর

অস্থায়ী আদালত কেরানীগঞ্জে বকশিবাজার বিডিআর হত্যাকাণ্ড স্থানান্তর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর