Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশ আইন অমান্য, শাহ সিমেন্টকে ৪ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ০২:৩৮

শাহ সিমেন্ট ফ্যাক্টরিতে অভিযান

মুন্সীগঞ্জ: পরিবেশ আইন অমান্য করায় শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় শাহ সিমেন্ট ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

বিজ্ঞাপন

অভিযানের সময় দেখা গেছে, খোলা অবস্থায় যত্রতত্র বর্জ্য ফেলে রেখে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ এর ১২(ক) বিধি লঙ্ঘন করায় এবং নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ এর ১১(খ) বিধি লঙ্ঘন করায় একই বিধিমালার ১৭ বিধি মতে প্রত্যেক অপরাধের জন্য আইনে নির্ধারিত সর্বোচ্চ ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্ট। এ ছাড়া ছয় মাসের মধ্যে বায়ুদূষণ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সময়সীমাও বেঁধে দেওয়া হয়। এ সময় কোম্পানির পক্ষে জেনারেল ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমানকে ওই দণ্ড দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- পরিবেশের অপর স্পেশাল ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. সানোয়ার হোসেন ও মুন্সীগঞ্জ থানা ও পুলিশ লাইনের দুটি দল।

সারাবাংলা/পিটিএম

৪ লাখ টাকা জরিমানা পরিবেশ আইন অমান্য শাহ সিমেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর