Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপ জিতল বার্সা

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫ ০৭:৩৫ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ০৮:৫৮

সুপার কাপের শিরোপা জয়ের উল্লাসে মেতেছে বার্সা

মৌসুমের প্রথম এল ক্লাসিকোকে রিয়াল মাদ্রিকে তাদের মাঠেই ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে আবারও লজ্জায় ডোবাল বার্সা। পিছিয়ে পড়েও ইয়ামাল-লেভানডস্কি-রাফিনহাদের দুর্দান্ত পারফরম্যান্সে রিয়ালকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে সুপার কাপের শিরোপা জিতেছে কাতালানরা।

সুপার কাপের গত ফাইনালে ভিনিসিয়াসের হ্যাটট্রিকে বার্সাকে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছিল রিয়াল। এবারের ফাইনালেও শুরুতে এগিয়ে গিয়েছিল মাদ্রিদই। মাত্র ৫ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বুদ্ধিদীপ্ত শটে গোল করে উল্লাসে মাতেন এমবাপে।

বিজ্ঞাপন

রিয়ালের সেই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণে রিয়ালকে থিতু হতে দেয়নি বার্সা আক্রমণভাগ। ১০ মিনিটের মাথায় অল্পের জন্য গোল পাওয়া হয়নি রাফিনহার। ২২ মিনিটে বার্সাকে ম্যাচে ফেরান লামিন ইয়ামাল। লেভানডস্কির পাসে বল পেয়ে তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতর ঢুকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান এই তরুণ বার্সা তারকা।

এরপর ম্যাচে শুধু বার্সার রাজত্ব দেখে কিং আবদুল্লাহ স্টেডিয়ামের দর্শক। ৩৬ মিনিটে পেনাল্টি থেকে বার্সাকে লিড এনে দেন লেভানডস্কি। ৩৯ মিনিটে কুন্দের দারুণ এক ক্রসে উড়ন্ত এক হেডে বার্সাকে ৩-১ গোলে এগিয়ে দেন রাফিনহা। প্রথমার্ধের যোগ করা সময়ে রাফিনহার বাড়ানো বলে বার্সাকে ৪-১ গোলে এগিয়ে দেন বালদে। বড় লিড নিয়েই বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্সার হয়ে পঞ্চম গোল করেন রাফিনহা। কাসাদোর অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করে দলের বড় জয় অনেকটাই নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান। ম্যাচের ৫৬ মিনিটে বড় ধাক্কা খায় বার্সা। ভিনিকে ফাউল করে লাল কার্ড দেখেন বার্সা কিপার সেজনি।

বিজ্ঞাপন

৬০ মিনিটের মাথায় এক গোল শোধ করে রিয়াল। রদ্রিগোর সেই গোল অবশ্য শুধু হারের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ৫-২ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে রেকর্ড ১৫তম সুপার কাপের শিরোপা জিতে নতুন ইতিহাস গড়ল হ্যান্সি ফ্লিকের দল।

সারাবাংলা/এফএম

বার্সেলোনা রিয়াল মাদ্রিদ স্প্যানিশ সুপার কাপ

বিজ্ঞাপন

আমার প্রমাণ করার কিছু নেই: লিটন
১৩ জানুয়ারি ২০২৫ ০৯:৫২

আরো

সম্পর্কিত খবর