Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-খুলনার যাত্রীদের দুর্ভোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ১১:০১ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৩:০৮

পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

রাজশাহী: রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা ৩৬ মিনিটে পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া অন্য কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি। ফলে দুভোর্গে পড়েছেন যাত্রীরা। বন্ধ হয়ে গেছে যোগাযোগও।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন জানান, ৬টা ২০ মিনিটে ১১টা বগি নিয়ে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পরই বেলপুকুরে একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এটি ছিল রাজশাহী থেকে ছেড়ে যাওয়া দিনের প্রথম ট্রেন। পরে লাইনচ্যুত বগি ফেলে আরও পাঁচটি বগি নিয়ে ইঞ্জিন বেলপুকুর রেল স্টেশনে গিয়ে দাঁড়ায়। আর রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আরেকটি ইঞ্জিন নিয়ে আসা হয়।

তিনি জানান, সকালে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ও বিরতিহীন বনলতা এক্সপ্রেস ছেড়ে যেতে পারেনি। এছাড়া মধুমতি এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে আটকে আছে। এছাড়াও খুলনাগামী সাগরদাঁড়ি রাজশাহীতে আটকা আছে। যাত্রীরা স্টেশনে ট্রেনে ছেড়ে যাওয়ার অপেক্ষা করছেন।

স্টেশন ব্যবস্থাপক জানান, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটিকে উদ্ধার কাজ শুরু হয়েছে। ঘণ্টাখানেকের মধ্যে উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।

পশ্চিমাঞ্চল রেল মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম জানান, পড়ে যাওয়া রেলটি লাইনে তুলে হরিয়ান অথবা সরদহ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে রাজশাহী স্টেশনে থাকা ট্রেনগুলো চলাচল শুরু করবে। বনলতাসহ কোনো ট্রেন বাতিল করা হয়নি। সবগুলোই চলাচল করবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

ট্রেন লাইনচ্যুত ঢাকা-খুলনা রুট তিতুমীর এক্সপ্রেস রাজশাহী

বিজ্ঞাপন

লজ্জার হারে বিধ্বস্ত আনচেলত্তি
১৩ জানুয়ারি ২০২৫ ১৩:১০

আরো

সম্পর্কিত খবর