২১ মার্চ শুরু আইপিএল, ফাইনাল হবে যেখানে
১৩ জানুয়ারি ২০২৫ ১২:২৪
গত বছরের শেষভাগে জমজমাট এক নিলামের মধ্য দিয়ে শুরু হয়েছিল এবারের আইপিএলের যাত্রা। আইপিএল কর্তৃপক্ষ এবার টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করল। আগামী ২১ মার্চ ইডেন গার্ডেনসে পর্দা উঠবে আইপিএলের ১৮তম আসরের।
আগামী তিন বছরের জন্য আইপিএলের সূচি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। তবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য এবারের সূচিতে এসেছে পরিবর্তন। ৯ মার্চ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের কারণে ১৫ মার্চের পরিবর্তে এবারের আসর শুরু হবে ২১ মার্চ। এবারের আইপিএলের পূর্ণাঙ্গ সূচি কিছুদিনের মাঝেই প্রকাশ করা হবে।
২০২৫ সালের আইপিএলে হবে মোট ৭৪টি ম্যাচ। আগের তিন মৌসুমেও একই সংখ্যক ম্যাচ আয়োজন করা হয়েছিল। এবারের আইপিএল শুরু হবে ২১ মার্চ। কলকাতা নাইট রাইডার্সের হোম ভেন্যুতেই পর্দা উঠবে আইপিএলের। ফাইনালের ভেন্যু এখনো নিশ্চিত করা না হলেও খুব সম্ভবত ইডেনেই হতে পারে ম্যাচটি। দুটি প্লে-অফ ম্যাচ হবে হায়দরাবাদে।
এবারের আইপিএলের নিলামে ছিলেন বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। তবে শেষ পর্যন্ত নিলামে থাকলেও দল পাননি সাকিব-তাসকিন-রিশাদদের কেউই।
ছেলেদের পাশাপাশি ঘোষণা করা হয়েছে মেয়েদের আইপিএলের সূচিও। এবার ৭ ফেব্রুয়ারি শুরু হবে নারীদের আইপিএল। ফাইনাল অনুষ্ঠিত হবে ২ মার্চ।
সারাবাংলা/এফএম