Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্ট বারের সাবেক নেতা মেহেদীর জামিন স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট 
১৩ জানুয়ারি ২০২৫ ১৩:০৭ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৪:১৩

ঢাকা: সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন মেহেদীর জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আগামী ২০ জানুয়ারি মধ্যে লিভ টু আপিল করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ২০ জানুয়ারি এ মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন পর্যন্ত তার জামিন স্থগিত থাকবে বলে জানিয়েছেন আদালত।

সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। অন্যদিকে মমতাজ উদ্দিন মেহেদীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু।

এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদীকে জামিন দেন। এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত সপ্তাহে চেম্বার বিচারপতির আদালত তার জামিন স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদীকে গ্রেফতার করে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, গ্রেফতার মমতাজ উদ্দিন মেহেদীর মোবাইল ফোনে আওয়ামী লীগের ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ কর্মসূচির নামে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালানোর তথ্য প্রমাণ পাওয়া গেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গ্রুপে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় আইনজীবী মেহেদীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়।

এ ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলার আসামি তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/আরএস

সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন মেহেদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর