Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হাসিব, সম্পাদক ফয়সাল

রাবি করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ১৪:০৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হাসিব খান ও সম্পাদক ফয়সাল আহমেদ ভূঁইয়া

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেমশন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী হাসিব খানকে সভাপতি ও মার্কেটিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এই কমিটির অনুমোদন দেন উপদেষ্টা অধ্যাপক মাহবুবুল কবির ও জি.এম. কিবরিয়া। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি নয়ন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক হোসনে আলী নীলা।

বিজ্ঞাপন

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সামসিয়া সাবরিন চৈতি, সাংগঠনিক সম্পাদক এহসান ইকবাল রুবাই ও অর্থ সম্পাদক মাঈনউদ্দিন।

নবনির্বাচিত সভাপতি হাসিব খান বলেন, যে গুরুদায়িত্ব আমার উপরে অর্পিত হয়েছে তা পরিপূর্ণ ভাবে পালন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। তার জন্য সকলের একান্ত সহযোগিতা কামনা করছি। আশা করছি আমাদের হাত ধরে জেলা সমিতি আরও অনেক দূর এগিয়ে যাবে।

সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ভূঁইয়া বলেন, এ দায়িত্ব আমার কাছে একই সঙ্গে সম্মান ও চ্যালেঞ্জের। আশা করি সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে জেলা সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ করার মাধ্যমে সংগঠনকে আরো শক্তিশালী ও সফল করে তুলবো ইনশাল্লাহ। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

সিনিয়র সহ-সভাপতি সামসিয়া সাবরিন চৈতি বলেন , ‘এটা আমার জন্য অত্যন্ত সম্মানের এবং গর্বের বিষয়। এটি শুধু ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং সংগঠনের কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অবদান রাখার সুযোগ। এই পদ আমাকে সংগঠনের সকল সদস্যের কল্যাণে আরো নিবেদিত হয়ে কাজ করার সুযোগ করে দিয়েছে। আমার বিশ্বাস, সকলের সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে আমরা সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে নিতে পারবো এবং একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলতে সক্ষম হবো।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

ছাত্রকল্যাণ সমিতি রাবি সভাপতি সম্পাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর