Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
একমাত্র দল হিসেবে ১৮ জনের স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫ ১৪:৪৯

১৮ জনের স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে ৬ দল এরই মাঝে ঘোষণা করেছেন স্কোয়াড। তবে আগের দলগুলোর চেয়ে একটু ভিন্নভাবেই স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান। অন্যরা ১৫ জনের স্কোয়াড দিলেও আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৮ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক পাকিস্তান।

১৯৯৬ সালের পর এই প্রথমবার বড় কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরে শুধু ভারতের ম্যাচগুলো হবে আরব আমিরাতে। ভারত যদি সেমি ও ফাইনালে উঠতে পারে তাহলে সেই ম্যাচগুলোও হবে পাকিস্তানের বাইরে।

বিজ্ঞাপন

দেশের মাটিতে এই টুর্নামেন্টকে সামনে রেখে অনেকদিন ধরেই স্কোয়াড গুছিয়ে নিচ্ছে পাকিস্তান। তবে প্রাথমিক দল ঘোষণা শেষ মুহূর্তে এসেও ১৫ জনের স্কোয়াড নির্বাচন করতে পারেনি। বাড়তি তিনজন ক্রিকেটারকে রেখে ১৮ জনের স্কোয়াড পাঠানো হয়েছে আইসিসির কাছে।

পাকিস্তানের অধিনায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ রিজওয়ান। দলে আছেন বাবর আজম, শাহিন আফ্রিদি, হারিস রউফের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। দলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন সুফিয়ান খান, কামরান গুলাম ও ইরফান খান নিয়াজির মতো নবাগত ক্রিকেটাররা।

স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত মূল পর্বে না খেলার সম্ভাবনাই বেশি আবদুল্লাহ শফিক ও উসমান খানের। আগামী ১০ ফেব্রুয়ারি নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে পাকিস্তানের।

আগামী ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে করাচিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ২৩ ফেব্রুয়ারি দুবাইতে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ মার্চ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ।

বিজ্ঞাপন

পাকিস্তান স্কোয়াড- মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, তৈয়ব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মোহাম্মদ হাসনাইন, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ, কামরান গোলাম, সালমান আলী আগা, ইমাম-উল-হক, ফখর জামান, হাসিবুল্লাহ ও আব্বাস আফ্রিদি।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান

বিজ্ঞাপন

খুশদিল ঝড়ে রংপুরের বড় স্কোর
১৩ জানুয়ারি ২০২৫ ২০:৩১

আরো

সম্পর্কিত খবর